পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Fire Brigade Rescue Teenage Boy: জন্মদিনের কেক কাটার আগেই হুড়মুড়িয়ে ভাঙল সিঁড়ি ! তারপর... - ভেঙে পড়ল সিঁড়ি

সোমবার দুপুরে কলকাতার মহাত্মা গান্ধি রোডে একটি বাড়ির সিঁড়ির একাংশ ভেঙে পড়ে (Part of Stairs broke in a old building in Kolkata) ৷ ঘটনায় আটকে পড়ে এক কিশোর ৷ পরে তাকে উদ্ধার করেন দমকলকর্মীরা (Fire Brigade Rescue Teenage Boy) ৷

Fire Brigade Rescue Teenage Boy after a Part of Stairs broke in a old building in Kolkata
উদ্ধারকাজে দমকলকর্মীরা

By

Published : Jan 16, 2023, 8:29 PM IST

ঘটনাস্থলে মন্ত্রী

কলকাতা, 16 জানুয়ারি:তিনতলা বাড়ির ছাদের ঘরে তখন ছোট্ট আয়োজনে ব্যস্ত সুইটি দাস ৷ ভাইয়ের জন্মদিন বলে কথা ! কেক সাজিয়ে বসেছেন তিনি ৷ ফোন করে ভাইকে উপরে কেক কাটতে ডেকেছেন ৷ এর মধ্য়েই বিকট শব্দ করে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ির দোতলা থেকে তিনতলায় ওঠার সিড়ি (Part of Stairs broke in a old building in Kolkata)! তাতে জীর্ণ বাড়ির গোটাটাই কেঁপে উঠল মুহূর্তের মধ্যে ! নীচের দিকে তাকাতেই ভয়ে গলা শুকনো হয়ে গেল ! কারণ, সেই ভাঙা সিঁড়িতেই তখন আটকে সোহম দাস ৷ এদিনই 17 বছর বয়স পূর্ণ হয়েছে তার ৷ কেক কাটার কথা ছিল তারই ৷ শেষমেশ দমকলকর্মীরা সোহম-সহ বাড়ির সব সদস্যকেই উদ্ধার করেন ৷ উদ্ধার করা হয় পোষ্য কুকুর ও খরগোশকেও ৷ সোমবার ঘটনাটি ঘটে কলকাতার মহাত্মা গান্ধি রোডে ৷

শহর কলকাতার শিয়ালদার পূরবী সিনেমা হল লাগোয়া 36 নম্বর মহাত্মা গান্ধি রোড ৷ এখানেই একটি প্রাচীন বহুতলে একাধিক পরিবারের বাস ৷ সোমবার দুপুরে এই বাড়িরই সিঁড়ির একাংশ ভেঙে পড়ে ৷ সেই সময় ছাদের ঘরে ছিলেন একই পরিবারের চারজন সদস্য ৷ ঘটনার পর সেখানেই আটকে পড়েন তাঁরা ৷ একদম নীচের তলায় ছিলেন অপর একটি পরিবারের দু'জন সদস্য ৷ আর ভাঙা সিঁড়িতে আটকে পড়ে সোহম ৷

আরও পড়ুন:শৌচালয়ের কুয়োয় এক মহিলা, দমকল কর্মীদের তৎপরতায় প্রাণরক্ষা

এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা ৷ প্রথমে সিঁড়িতে আটকে পড়া সোহম দাসকে উদ্ধার করেন তাঁরা (Fire Brigade Rescue Teenage Boy) ৷ তারপর স্টিলের মই লাগিয়ে একে একে সোহমের বৃদ্ধা ঠাকুমা, বাবা, মা ও দিদিকে নামিয়ে আনা হয় ৷ বাড়ির দুই পোষ্য, অর্থাৎ কুকুর ভুলু এবং খরগোশ পিকুকেও দড়ি দিয়ে বেঁধে সম্পূর্ণ অক্ষত অবস্থায় নীচে নামিয়ে আনেন উদ্ধারকারীরা ৷

উদ্ধার হওয়ার পর খরগোশ কোলে নিয়ে সেই ভয়ঙ্কর মুহূর্তের বর্ণনা দিচ্ছিলেন সুইটি ৷ তিনি জানান, সোহম সামান্য জখম হলেও তেমন কোনও বড় আঘাত লাগেনি ৷ তবে, বাড়ির সব সদস্যই রয়েছেন ঘোর আতঙ্কের মধ্য়ে ৷ বিশেষ করে ঘটনার পর থেকেই সোহম একেবারে চুপচাপ হয়ে গিয়েছে ৷ আপাতত এই পরিবারের সদস্যদের ঠাঁই হয়েছে কলকাতা পৌরনিগমের একটি স্কুলে ৷ এরপর কী হবে, জানা নেই !

এদিকে, এই ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যান রাজ্যের মন্ত্রী শশী পাঁজা ৷ স্থানীয় কাউন্সিলর-সহ তৃণমূল কংগ্রেসের বহু নেতা-নেত্রীই এলাকায় আসেন ৷ তাঁরা সকলেই আক্রান্ত পরিবারটির পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছেন ৷ কিন্তু, এই ঘটনার পর বাড়িটি ভেঙে ফেলা হবে, নাকি সারানো হবে, হলেও সেই কাজে প্রশাসন আর্থিকভাবে কোনও সহযোগিতা করবে কিনা, এসব এখনও অজানা ৷

ABOUT THE AUTHOR

...view details