কলকাতা, 26 নভেম্বর: ফের শহরে আগুন (Fire breaks out in Tirreti Bazar) । এবার মধ্য কলকাতার টেরিটি বাজারে বিধ্বংসী আগুন লাগল । শনিবার সন্ধে 7.30 নাগাদ টেরিটি বাজারের একটি তিনতলা বাড়িতে আগুন লাগে । ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 10টি ইঞ্জিন ।
প্রায় দেড় ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে । দমকলের 10টি ইঞ্জিন ঘটনাস্থলে গেলেও কাজ করেছে 7টি ইঞ্জিন । দমকল সূত্রের খবর, ওই বাড়িটি প্রায় একশো কুড়ি বছরের পুরনো । এদিন বাড়ির তিনতলায় প্রথমে আগুন দেখতে পান এলাকার বাসিন্দারা । ওই বাড়ির তিনতলা ও দোতলায় থাকা পরিবারের লোকজনকে এলাকার বাসিন্দারাই প্রথমে নিরাপদে বাইরে বের করে আনেন । এলাকা ঘিঞ্জি হবার ফলে প্রথমে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে আসতে সমস্যা হচ্ছিল । পরে রিলে পদ্ধতিতে জল দেওয়া হয় ।