কলকাতা, 17 মার্চ : শহরে ফের আগুন । এবার কলকাতা মেডিকেল কলেজের গ্রিন বিল্ডিংয়ের(করোনা চিকিৎসা হয় যেখানে) চারতলায় অক্সিজেন অপারেট বিভাগে আগুন লাগল । খবর পেয়ে দমকলের ইঞ্জিন আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে ।
আজ সকালে অক্সিজেন অপারেট বিভাগের একটি মেশিনে আগুন দেখা যায় । সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হয় । ঘটনাস্থানে দমকলের তিনটি ইঞ্জিন আসে । আগুনের ঘটনায় হতাহতের কোনও খবর নেই বলে হাসপাতাল সূত্রে খবর ।