কলকাতা, 15 সেপ্টেম্বর: ভরসন্ধ্যায় শহরে অগ্নিকাণ্ড । এবার ঘটনাস্থল চাঁদনি চকের 8 নম্বর মদন স্ট্রিটের একটি অফিস । শুক্রবার সন্ধ্যা 6টা 40 নাগাদ আগুন লাগে ওই অফিসে ৷ টের পাওয়া মাত্রই খবর দেওয়া হয় স্থানীয় দমকল অফিসে ৷ তবে ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ খানিকটা বেগ পেতে হয় দমকলকর্মীদের ।
পথচলতি মানুষ এবং এলাকার বাসিন্দাদের কথায, এদিন সন্ধ্যায় অফিস থেকে তাঁরা আচমকাই চিৎকার শুনতে পান । চোখের পলকে আগুনে চারিদিক কালো ধোঁয়ায় ঢেকে যায় । তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে । এরপরেই দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে । দমকল কর্মীরা মূলত আগুনের উৎসস্থলে যেতে চেয়েছিলেন । কিন্তু এলাকাটি ঘিঞ্জি হওয়াতে প্রথমে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে ঢুকতে বেশ খানিকটা দেরি হয়ে যায় ।
ইতিমধ্যেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় থানার পুলিশ । দমকল, পুলিশ এবং এলাকার বাসিন্দারা প্রথমেই আটকে পড়া বেশ কয়েকজনকে সেখান থেকে উদ্ধার করে বাইরে নিয়ে আসেন । দমকল সূত্রে জানা গিয়েছে, যেখানে আগুন লেগেছে সেই জায়গায় একাধিক দাহ্যবস্তু মজুত থাকার ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে সমস্যা হচ্ছে ৷