কলকাতা, 28 জানুয়ারি : উলটোডাঙার একটি কাঠের গুদামে আগুন । ঘটনাস্থানে দমকলের চারটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে । এপর্যন্ত হতাহতের কোনও খবর নেই । ঘণ্টাখানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে আগুন ৷
উলটোডাঙায় কাঠের গুদামে আগুন - কাঠের গুদামে আগুন
উলটোডাঙার 11/3 ক্যানাল সার্কুলার রোডের কাঠের গুদামে আগুন । ঘটনাস্থানে দমকলের চারটি ইঞ্জিন।
ছবি
আজ সকাল সাড়ে ছ'টা নাগাদ 11/3 ক্যানাল সার্কুলার রোডের কাঠের গুদামে আগুন লাগে । গুদামের ভিতরে প্রচুর কাঠ এবং প্লাইউড মজুত থাকায় কিছুক্ষণের মধ্যেই দ্রুত ছড়িয়ে পড়ে আগুন । স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করলেও তা নিয়ন্ত্রণে আসেনি । খবর দেওয়া দমকলে । বর্তমানে চারটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে । ঘটনাস্থানে রয়েছে পুলিশ ।
অনুমান, শর্ট সার্কিট থেকেই এই আগুন । এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি ।
Last Updated : Jan 28, 2020, 12:20 PM IST