পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kakulia Slum Fire : কাকুলিয়ায় ঝুপড়িতে আগুন - Kakulia Slum Fire

কাকুলিয়ায় ঝুপড়িতে আগুন ৷ বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে (Kolkata Slum Fire) ৷ দমকলের দু'টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷

Kolkata Fire News
কাঁকুড়িয়ায় ঝুপড়িতে আগুন

By

Published : Mar 31, 2022, 8:20 PM IST

Updated : Mar 31, 2022, 10:11 PM IST

কলকাতা, 31 মার্চ : দক্ষিণ কলকাতার কাকুলিয়ায় একটি ঝুপড়িতে অগ্নিকাণ্ড ঘটে বৃহস্পতিবার সন্ধ্যায় (Kolkata Slum Fire) ৷ খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় দমকলের দু’টি ইঞ্জিন ৷ যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় ৷ খবর পেয়েই রবীন্দ্র সরোবর থানা এবং গড়িয়াহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় । খানিকক্ষণের মধ্যে আগুন নেভানো সম্ভব হয় ৷

আরও পড়ুন :Fire Blower Machine : জঙ্গলের শুকনো পাতার আগুন নেভাতে ভরসা ফায়ার ব্লোয়ার মেশিন

পুলিশ সূত্রে খবর, অগ্নিকাণ্ডের কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি ৷ দমকা হাওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল ৷ তবে বিপদ বাড়ার আগেই দমকল কর্মীরা তা নিয়ন্ত্রণে আনেন ৷ প্রাথমিকভাবে দমকল কর্মীদের অনুমান, রান্না করার সময় স্টোভ থেকে আগুন লেগেছে ৷ তবে আগুন লাগার প্রকৃত কারণ জানতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

এদিকে ভরসন্ধ্যায় ব্যস্ত সময়ে আগুন লাগায় এলাকায় যানজটের সৃষ্টি হয় ৷ অগ্নিকাণ্ডের জেরে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়ায় ৷

Last Updated : Mar 31, 2022, 10:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details