পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সল্টলেকের শপিংমলে আগুন, নিয়ন্ত্রণে - fire breaks out in a shopping mall

সল্টলেকে শপিংমলের বেসমেন্টে আগুন লাগল ৷ দমকলের 12টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷

ছবি

By

Published : Oct 3, 2019, 4:08 PM IST

Updated : Oct 3, 2019, 10:12 PM IST

কলকাতা, 3 অক্টোবর : সল্টলেকে শপিংমলের বেসমেন্টে আগুন লাগল ৷ আগুনে একাধিক গাড়ি ভস্মীভূত ৷ দমকলের 12টি ইঞ্জিনের চেষ্টায় শেষমেশ নিয়ন্ত্রণে আসে আগুন ৷

বিকেল তিনটে নাগাদ 9 তলা শপিংমলের বেসমেন্টে আগুন লাগে ৷ তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে ৷ 12 টি ইঞ্জিনের চেষ্টায় রাত 9টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে ৷ মলের বেসমন্টে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল ৷ দমকলের জিনিসপত্র ইনস্টল করছিলেন কর্মীরা ৷ সেখান থেকেই আগুন লাগে ৷ ভিতরে গাড়ি থাকায় মুহুর্মুহু বিস্ফোরণের আওয়াজ পাওয়া যাচ্ছিল ৷ প্রাথমিকভাবে দ্বিতল পার্কিং লটে ঢুকতে সমস্যার সম্মুখীন হন দমকলকর্মীরা ৷ পরে মাস্ক লাগিয়ে কোনওক্রমে ভিতরে ঢোকেন তাঁরা ৷ আগুনের উৎসস্থান খুঁজে পান ৷ সঙ্গে সঙ্গে বেসমেন্টের দরজা, জানালাগুলি ভেঙে ধোঁয়া বের করার ব্যবস্থা করা হয় ৷ তবে আশপাশে কোনও জলাধার না থাকায় জলের সমস্যা দেখা যায় ৷

চলছে আগুন নেভানোর কাজ

আগুন লাগার সঙ্গে সঙ্গেই দ্রুত মল খালি করে দেওয়া হয় ৷ মলের এক নিরাপত্তারক্ষী আকাশ জয়সওয়াল বলেন, "অফিসে কাজ চলছিল ৷ হঠাৎ ফায়ার অ্যালার্ম বেজে ওঠে ৷ সঙ্গে সঙ্গে ভিতরে যারা কাজ করছিল তাদের বাইরে বের করে আনা হয় ৷ নিচে এসে দেখি বাইক পুড়ে ছাই হয়ে গেছে ৷ যেখানে আগুন লেগেছে, সেই দু'টি বেসমেন্টে গাড়ি ভরতি থাকে ৷ প্রায় 40-50টি গাড়ি রয়েছে ৷ কী হল জানি না ৷ "

দেখুন ভিডিয়ো

ঘটনাস্থানে পৌঁছান দমকল মন্ত্রী সুজিত বসু ৷ তিনি বলেন, "দমকলের কর্মীরা ভিতরে ঢোকার চেষ্টা করছে ৷ দ্বিতল পার্কিং লট, তাই একটু অসুবিধা হচ্ছে ৷ বিস্ফোরণ হচ্ছে, তাই ভিতরে ভালোই আগুন রয়েছে ৷ মলের জলাধার নেই সেটা শুনেছি ৷ পরে বিষয়টি খতিয়ে দেখব ৷ আপাতত আগুন নেভানোর কাজ চলছে ৷ "

শেষমেশ দমকলের 12টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নেভানো হয় ৷ তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি ৷ আপাতত এক সপ্তাহ মল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন দমকল মন্ত্রী ৷

Last Updated : Oct 3, 2019, 10:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details