কলকাতা, 10 জুন: আগুন লাগল অকল্যান্ড রোডের একটি বাড়িতে । তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। পরে তিনটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বাড়ির মধ্যে কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে ।
অকলান্ড রোডে একটি বাড়িতে আগুন, পরে নিয়ন্ত্রণে
আজ দুপুরে অকলান্ড রোডের এক বাড়িতে আগুন লাগে । প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে ।
আজ দুপুর বারোটা নাগাদ শেক্সপিয়র সরণি থানা এলাকার অকল্যান্ড রোডে একটি বাড়িতে আগুন লাগে। বাসিন্দারা দেখতে পান, হঠাৎই একটি ঘর থেকে ধোঁয়া বেরোচ্ছে । দ্রুত বাড়িটি খালি করে দেন বাসিন্দারা। খবর দেওয়া হয় শেক্সপিয়ার সরণি থানায়। খবর যায় দমকলেও । দ্রুত ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী । দমকলের তিনটি ইঞ্জিনের চেষ্টায় বেশ কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে । আপাতত কুলিং প্রসেস চলছে ।
প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে । ঘটনায় হতাহতের কোন খবর নেই। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে । দমকলকর্মীরা মনে করছেন AC থেকে আগুন লেগেছে । বাড়িটির একটি AC পুড়ে ছাই হয়ে গেছে । বহু জিনিসের ক্ষতি হয়েছে ।