পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Oct 31, 2020, 4:26 PM IST

Updated : Oct 31, 2020, 5:14 PM IST

ETV Bharat / state

পাটুলিতে প্রতিমা তৈরির কারখানায় আগুন

আজ দুপুর আড়াইটে নাগাদ পাটুলি থানা এলাকার একটি মৃৎশিল্পের কারখানায় আগুন লেগে যায় ৷ আগুন নিমেষে ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায় ।

fire
পাটুলিতে আগুন

কলকাতা, 31 অক্টোবর : ফের আগুন কলকাতায় । এবার পাটুলিতে । আজ দুপুর আড়াইটে নাগাদ পাটুলি থানা এলাকার একটি মৃৎশিল্পের কারখানায় আগুন লেগে যায় ৷ আগুন নিমেষে ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায় । দুর্ঘটনাস্থানে আসে দমকলের ৪ টি ইঞ্জিন ৷ প্রায় ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ।

পাটুলি থানার পুলিশও এসে পৌঁছায় এলাকায় ৷ প্রাথমিকভাবে অনুমান, দুর্ঘটনাস্থানে প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে । তবে ঠিক কী কারণে আগুন লেগেছে তা খতিয়ে দেখছেন দমকলের কর্মীরা ৷

আগুনে পুড়ে ছাই পাটুলির প্রতিমা তৈরির কারখানা

আগুন লাগার সময় কারখানায় কোনও মৃৎশিল্পী ছিলেন না ৷ জানা গেছে, কারখানায় প্রায় 90 টি কালী প্রতিমা তৈরির কাজ চলছিল ৷ এছাড়া বেশ কয়েকটি জগদ্ধাত্রী প্রতিমারও কাজ চলছিল ৷ কারখানার কর্মীরা এখানেই রান্না করে খেতেন ৷ আজও রান্না করা হচ্ছিল ৷ পাশেই রাখা ছিল শুকনো কাঠ ৷ সেখান থেকেই কোনওভাবে আগুন ছড়িয়ে থাকতে পারে বলে মনে করছেন কারখানার মৃৎশিল্পীরা ৷ আগুনে কারখানার প্রায় 25 লাখ টাকার ক্ষতি হয়েছে ৷

পাটুলিতে প্রতিমা তৈরির কারখানায় আগুন

কয়েকদিন পরেই কালীপুজো ৷ বেশ কয়েকটি বড় কালীপুজো কমিটি প্রতিমার কাজ চলছিল ৷ আগুনে প্রতিমা তৈরির সমস্ত সরঞ্জামই পুড়ে গেছে । এখন কীভাবে সেই পুজো কমিটিগুলির কাছে প্রতিমা তৈরি করে পাঠাবেন তা নিয়েই চিন্তায় শিল্পীরা ৷

Last Updated : Oct 31, 2020, 5:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details