কলকাতা, 22 ডিসেম্বর :ই এম বাইপাস সংলগ্ন বেঙ্গল কেমিকেলসের পাশের কলোনিতে আগুন । পূর্বাশা আবাসনের পাশে এই বস্তিতে আগুন লাগার পরপরই পুড়ে ছাই হয়ে যায় বেশ কয়েকটি ঝুপড়ি । দুর্ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের খবর নেই । রাত প্রায় 9 টা 30 মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে ।
সন্ধে সাতটা নাগাদ প্রথম আগুন দেখা যায় । একের পর এক ঝুপড়ি দাউ দাউ করে জ্বলতে শুরু করে । দমকলের 15 টি ইঞ্জিন দুর্ঘটনাস্থানে আসে । পরে আরও তিনটি ইঞ্জিন আসে । 18 টি ইঞ্জিনের কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় ।
দুর্ঘটনাস্থানে এসেছিলেন দমকলমন্ত্রী সুজিত বসু । তিনি দমকলকর্মীদের প্রয়োজনীয় নির্দেশ দিচ্ছিলেন । দুর্ঘটনাস্থানে এসেছিলেন মন্ত্রী সাধন পান্ডে এবং নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী তথা কলকাতা পৌরনিগমের প্রশাসক ফিরহাদ হাকিম । আগুন লাগার জেরে বাইপাসে যান-চলাচল বন্ধ হয়ে যায় । তবে ঠিক কী কারণে আগুন লাগল, সেই বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কিছু জানা যায়নি ।