পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শনিতে আগুনের গ্রাসে তপশিয়ার জুতো কারখানা - আগুন

ভোর রাতে আচমকাই তপশিয়ার জুতো কারখানায় আগুন লাগে ৷ তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে ৷ ঘটনাস্থলে আসে দমকলের আটটি ইঞ্জিন ৷ বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে ৷

তপশিয়ার জুতো কারখানায় আগুন
তপশিয়ার জুতো কারখানায় আগুন

By

Published : Apr 3, 2021, 8:28 AM IST

তপশিয়া, 3 এপ্রিল : ফের আগ্নিকাণ্ড শহরে । লেনিন সরণি, চাঁদনীচকের পর এবার তপশিয়া । ভোররাতে তপশিয়ার এক জুতো কারখানায় আগুন লাগে ৷ দমকলের আটটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷

আজ ভোর সাড়ে চারটা নাগাদ কালো ধোঁয়ায় ঢেকে যায় তপশিয়ার 18 নম্বর এলাকা ৷ একটি জুতো কারখানায় আগুন লাগার উত্তেজনা ছড়ায় এলাকায় ৷ সকালে আচমকাই তপশিয়ায় ওই কারখানা থেকে কালো ধোঁয়া বের হতে দেখেন এলাকার বাসিন্দারা । তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে ৷ প্রাথমিক অবস্থায় এলাকাবাসী আগুন নেভাতে চেষ্টা করে ৷ এরপর ঘটনাস্থানে আসে দমকলের আটটি ইঞ্জিন ৷ আটটি ইঞ্জিনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷ তবে এলাকাটি একেবারে ঘিঞ্জি হওয়ায়, ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়ে কয়েকজন স্থানীয় বাসিন্দা ৷ অসুস্থ হয়ে পড়েন কয়েকজন দমকল কর্মীও ৷ কারখানার ভিতরে কেউ আটকে আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে ৷ কারখানার মধ্যে অগ্নি নির্বাপনের কোনও ব্যবস্থা ছিল কি না তাও খতিয়ে দেখা হবে ৷ ঘটনাস্থানে রয়েছে তপশিয়া থানার পুলিশ ৷

শর্ট-সার্কিট থেকেই আগুন বলে প্রাথমিক অনুমান ৷ পুরানো রাবার কারখানার মেশিন থেকে শর্ট-সার্কিট হওয়াতেই এই বিপত্তি বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে ৷ এলাকা ঘিঞ্জি হওয়ায় দমকলের ইঞ্জিন ঢোকার ক্ষেত্রে সমস্যা হয় ৷ বেগ পেতে হয় দমকলকর্মীদের ৷ এর ফলে প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণেও সমস্যা হয় ৷ বাধ্য হয়েই ঘটনাস্থান থেকে কিছুটা দূরে রাস্তায় ইঞ্জিন দাঁড় করিয়ে দমকলের পাইপ নিয়ে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু হয় ৷ কাছাকাছি জলের জোগান না থাকায়, অতিরিক্ত ইঞ্জিন নিয়ে যেতে হয় ৷

আরও পড়ুন : লেনিন সরণির বহুতলে আগুন, ঘটনাস্থানে দমকলের 15টি ইঞ্জিন

গত দু'দিনে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে তিলোত্তমার বুকে ৷ গতকাল দুপুর 12 টা নাগাদ লেনিন সরণির জ্যোতি সিনেমার কাছে একটি বহুতলে আগুন লাগে । সেখানেও কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা । ঘটনাস্থানে দুই দফায় যথাক্রমে দমকলের 6টি ও 9 টি ইঞ্জিন এনে আগুন নিয়ন্ত্রণে আনা হয় ৷ এছাড়া, গতকাল চাঁদনীচকের একটি বহুতলেও আগুন লাগে । সেখানে দমকলের ছ'টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে ৷

ABOUT THE AUTHOR

...view details