পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Fire breaks out in Kolkata: কয়েকঘণ্টার চেষ্টায় তপসিয়ায় জুতোর কারখানায় বিধ্বংসী আগুন নিয়ন্ত্রণে - Fire breaks out in kolkata

তপসিয়ার 42 নম্বর বাসস্ট্যান্ড সংলগ্ন একটি জুতোর কারখানায় আগুন (Fire Incident in Topsia) ৷ ঘিঞ্জি এলাকা হওয়ায় প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনতে সমস্যায় পড়তে হয় দমকলের কর্মীদের ৷ তবে কয়েকঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে দাবি দমকল বিভাগের ৷

Fire Incident in Topsia ETV BHARAT
Fire Incident in Topsia

By

Published : Jan 31, 2023, 7:12 PM IST

Updated : Jan 31, 2023, 8:51 PM IST

কলকাতা, 31 জানুয়ারি: ফের শহরে অগ্নিকাণ্ড ৷ এবার ঘটনাস্থল তপসিয়ার 42 নম্বর বাসস্ট্যান্ড সংলগ্ন একটি জুতোর কারখানায় (Devastating Fire in Topsia Shoe Factory) ৷ দমকল সূত্রে খবর, ওই কারখানায় এদিন বিকেলবেলা আচমকাই আগুন বের হতে দেখেন কারখানার শ্রমিকরা ৷ কিন্তু, সেই আগুন নিমিষে ছড়িয়ে পড়ে গোটা কারখানায় ৷ খবর দেওয়া হয় দমকল ও পুলিশে ৷ দমকলের 10টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করে ৷ সন্ধ্যা 7 টা 50 নাগাদ আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে দাবি দমকল বিভাগের।

এদিন বিকেল 4টে 45 মিনিট নাগাদ ওই জুতো কারখানায় আগুন লাগে ৷ প্রথম অবস্থায় দমকলের 7টি ইঞ্জিন ঘটনাস্থলে যায় ৷ তবে, ঘিঞ্জি এলাকা হওয়ায় প্রথম অবস্থায় দমকলের কাজ করতে যথেষ্ঠ সমস্যা হয় ৷ পরে পরিস্থিতি সামাল দিতে আরও 3টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে পৌঁছয় ৷ তবে, প্রথমের দিকে দমকলের ইঞ্জিন পৌঁছনোর আগে স্থানীয়রাই বালতি করে জল নিয়ে আগুন নেভানোর চেষ্টা করে ৷ পরে দমকল সেখানে পৌঁছয় ৷

আগুনের উৎসস্থলে দমকল কর্মীরা পৌঁছনোর চেষ্টা করেন ৷ দমকলের তরফে জানানো হয়েছে, জুতো কারখানা হওয়ায় সেখান প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত ছিল ৷ ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ৷ পাশাপাশি, জুতোর আঠা-সহ বিভিন্ন রকমের কেমিক্যাল সেখানে ছিল ৷ সেগুলি আগুন ছড়িয়ে পড়তে এবং তার তেজ বাড়াতে সাহায্য করেছে ৷ ফলে দমকলকে আগুন নিয়ন্ত্রণে আনতে সমস্যায় পড়তে হয় ৷ তবে কয়েকঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে দমকলের তরফে জানানো হয়েছে য

আরও পড়ুন:ইংরেজবাজারে অগ্নিকাণ্ড, পুড়ে খাক একই পরিবারের তিনটি বাড়ি

তপসিয়ার ওই জায়গায় একাধিক কারখানা রয়েছে ৷ ফলে সেখানে আগুন যাতে ছড়িয়ে না-পড়ে সেই বিষয়টিও মাথায় রেখেছিলেন দমকলকর্মীরা ৷ গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছিল ৷ ফলে স্থানীয়দের শ্বাসকষ্ট জনিত সমস্যা শুরু হয়েছিল বলেও জানা গিয়েছে ৷ অফিস টাইমে ব্যস্ত সময় তপসিয়ার মতো এলাকায় আগুন লাগায় যানজট তৈরি হয়েছিল ৷ ট্রাফিক নিয়ন্ত্রণে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেন অতিরিক্ত ট্রাফিক সার্জেন্ট ৷

Last Updated : Jan 31, 2023, 8:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details