নিউটাউন, ৭ ফেব্রুয়ারি : নিউটাউনের সাপুরজি মার্কেটে আজ ভোররাতে আগুন লাগে। ঘটনাস্থানে পৌঁছেছে দমকলের ছ'টি ইঞ্জিন। খবর পেয়ে ঘটনাস্থানে আসে নিউটাউন থানার পুলিশ। আগুন এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি।
নিউটাউনের সাপুরজি মার্কেটে আগুন, একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ - kolkata
নিউটাউনের সাপুরজি মার্কেটে আগুন লাগে। একের পর এক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন আরও বাড়তে থাকে। ঘটনাস্থানে দমকলের ছ'টি ইঞ্জিন এসেছে। আরও ইঞ্জিন আসতে পারে বলে জানা গেছে।
নিউটাউনের সাপুরজি মার্কেটে আগুন
যেখানে আগুন লেগেছে, সেখানে বেশ কয়েকটি খাবার দোকান রয়েছে। একের পর এক বেশ কয়েকটি সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন আরও ভয়াবহ আকার নেয়। পরে দমকলের আরও ইঞ্জিন আসতে পারে। এখনও পর্যন্ত কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। কী ভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি।