পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Fire : নবান্নের পিছনে পিডব্লিউডির অফিসের কাছেই আগুন - nabanna

নবান্নের পিছন দিকে পিডব্লিউডির অফিসের পাশে অঙ্কারমল জেটিয়া রোডে আগুন । ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন ৷

Fire
Fire

By

Published : Nov 12, 2021, 7:59 PM IST

Updated : Nov 12, 2021, 9:17 PM IST

কলকাতা, 12 নভেম্বর : নবান্নের পিছন দিকে পিডব্লিউডি-র অফিসের পাশে অঙ্কারমল জেটিয়া রোডে আগুন । দ্বিতীয় হুগলী সেতু থেকে মন্দিরতলা যাওয়ার রাস্তার নিচে জড়ো করে রাখা প্রতিমা নির্মাণের কাঠামো ও খড়ে আগুন লাগে । সেই আগুন ছড়িয়ে পড়ে অফিসের সীমানা প্রাচীরে । দমকলের চারটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে ৷

এই বিষয়ে দমকলের হাওড়া ফায়ার ব্রিগেডের স্টেশন মাস্টার কৃপাসিন্ধু দে জানান, নবান্নের কাছেই থাকা পিডব্লিউডি-র অফিস থেকে হাওড়া ও শিবপুর ফায়ার ব্রিগেডে ফোন যায় যে নবান্নর কাছাকাছি একটা জায়গায় আগুন লেগেছে ৷ খবর পাওয়া মাত্রই নবান্নর কাছে স্ট্যান্ড বাই থাকা একটি ইঞ্জিন ও হাওড়া থেকে দুটি ও শিবপুর থেকে একটি করে ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছল ৷ দমকলকর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷ হতাহতের কোনও খবর নেই ৷

তবে নবান্ন ও পিডব্লিউডি-র কাছেই আগুন লাগায় আতঙ্কিত হয়ে পড়েন সকলেই ৷ দ্রুত দমকল চলে আসায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশি সময় লাগেনি ৷

নবান্নের পিছনে পিডব্লিউডির অফিসের কাছেই আগুন

প্রসঙ্গত, আজ সকালেই তপসিয়ার ঝুপড়িতে আগুন লাগে ৷ এলাকাটি অত্যন্ত ঘিঞ্জি হওয়ায় দ্রুত সংলগ্ন ঝুপড়িগুলিতে আগুন গ্রাস করে নেয় । শুক্রবার বেলা 1টা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনায় তপসিয়ার 24 নম্বর বাসস্ট্যান্ডের কাছে ওই ঝুপড়ির একাংশ পুড়ে কার্যত ছাই হয়ে গিয়েছে ৷ দমকলের পাঁচটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷

আরও পড়ুন :Topsia Fire : দমকলের পাঁচটি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে তপসিয়ার ঝুপড়ির আগুন

Last Updated : Nov 12, 2021, 9:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details