কলকাতা, 29 মে : পার্কসার্কাসের একটি বাঁশ ও প্লাইউডের দোকানে আগুন । আজ দুপুর দেড়টা নাগাদ রাইফেল রেঞ্জ রোডের একটি দোকানে আগুন লাগে । ঘটনাস্থানে রয়েছে দমকলের 15 টি ইঞ্জিন । ব্যহত শিয়ালদা দক্ষিণ শাখার ট্রেন চলাচল ।
পার্কসার্কাসে আগুন, স্তব্ধ শিয়ালদার দক্ষিণ শাখার ট্রেন চলাচল - parkcircus
আজ দুপুর দেড়টা নাগাদ পার্কসার্কাসের একটি দোকানে আগুন লাগে । ঘটনাস্থানে দমকলের 15 টি ইঞ্জিন ।
পার্কসার্কাসে আগুন
জানা গেছে, দুপুর দেড়টা নাগাদ ওই দোকান থেকে ধোঁয়া বেরোতে দেখা যায় । মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আগুন । খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশে । পৌঁছায় দমকলের 15 টি ইঞ্জিন ।
দমকলের প্রাথমিক অনুমান, ওই দোকানে প্রচুর দাহ্য বস্তু থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন ।
Last Updated : May 29, 2019, 3:47 PM IST