নারকেলডাঙা, 3 অগাস্ট : নারকেলডাঙার একটি চটকলে আগুন ৷ আজ ভোর তিনটি নাগাদ চটকলটিতে আগুন লাগে ৷ দমকলের ১০টি ইঞ্জিন প্রায় ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ৷ আগুনে পুড়ে গেছে কারখানার অনেকটা অংশ ৷ প্রায় কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে ৷ তবে, প্রাণহানির কোনও ঘটনা ঘটেনি ৷
নারকেলডাঙায় চটকলে আগুন, লাখ টাকার ক্ষয়ক্ষতি - নারকেলডাঙার চটকলে আগুন
আগুনে পুড়ে গেল নারকেলডাঙার একটি চটকল ৷ পুড়েছে কারখানার অনেকটা অংশ ৷ প্রায় কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে ৷ তবে, প্রাণহানির কোনও ঘটনা ঘটেনি ৷
নারকেলডাঙায় চটকলে আগুন
আগুন লাগার কারণ এখনও পর্যন্ত জানা যায়নি ৷ আজ ঘটনাস্থানে যাবে ফরেনসিক টিম ৷ দমকল সূত্রে খবর, কারখানার ভিতর প্রচুর চট মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ৷ এছাড়াও, কারখানার মধ্যে অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ নয় ৷ যে ব্যবস্থা রয়েছে তা বহুদিন আগেকার ৷ তা কতটা কাজ করে তা খতিয়ে দেখা হচ্ছে ৷
কারখানার মধ্যে যে ইলেকট্রিকের তার রয়েছে তাও বিপজ্জনক ৷ দমকল আগুন নিয়ন্ত্রণে আনতে না পারলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়ত ৷ আগুন ছড়িয়ে পড়ারও আশঙ্কা ছিল ৷