পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ফের নন্দরাম মার্কেটে বিধ্বংসী আগুন

নন্দরাম মার্কেটে আগুন লাগার ঘটনা এই প্রথম নয় । এর আগে 2008 সালে বিধ্বংসী আগুন লেগেছিল এই মার্কেটে ।

ঘটনাস্থানের ছবি

By

Published : Jul 13, 2019, 4:02 PM IST

Updated : Jul 13, 2019, 10:27 PM IST

কলকাতা, 13 জুলাই : নন্দরাম মার্কেটে আগুন । আজ দুপুর সাড়ে তিনটে নাগাদ আগুন লাগে নন্দরাম মার্কেটের ন'তলায় । কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি । হতাহতের খবর নেই ।

নন্দরাম মার্কেটে আগুন লাগার ঘটনা এই প্রথম নয় । এর আগে 2008 সালে বিধ্বংসী আগুন লেগেছিল এই মার্কেটে । সেসময় অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছিল । তারপর সেখানে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঢেলে সাজানো হয় । দমকলের সঙ্গে সেগুলিকেও আগুন নেভানোর কাজে লাগানো হয়েছে । কীভাবে আগুন লাগল তা এখনও পরিষ্কার নয় । আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছান দমকলমন্ত্রী সুজিত বসু । তিনি বলেন, "আগুন নেভানোর কাজ শুরু হয়েছে । দমকল এসেছে । আগুন নেভানোর জন্য সমস্তরকম ব্যবস্থা নেওয়া হয়েছে । এলাকার মানুষজন আগুন নেভাতে সাহায্য করেছে।"

নন্দরাম মার্কেটে আগুন

আগুন লাগার ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা । তাঁদের মনে পড়ছে 2008 সালের কথা । স্থানীয় এক বাসিন্দা বলেন, "আমাদের ভয় লাগছে । মনে পড়ছে 2008 সালের স্মৃতি । সেদিন আমরা সব হারিয়েছিলাম । আজও তার জের টেনে চলেছি । এখনও আমাদের সংসারের হাল ফেরেনি । আগুন বাড়ছে । আগেরবার ত্রিপল পট্টিতে আগুন ছড়িয়ে পড়েছিল । এবারও সেদিকেই এগোচ্ছে । দমকলের কাছে আবেদন, তারা যেন বিষয়টি দেখে । আগুন নেভানোর পর্যাপ্ত পরিকাঠানো নেই । সেকারণেই আবার আগুন লাগল ।"

শুনুন স্থানীয় বাসিন্দার বক্তব্য

ব্যবসায়ীদের একাংশের অভিযোগ, এলাকা ঘিঞ্জি হওয়ায় আগুনের উৎসস্থলে পৌঁছাতে পারেনি দমকলের ইঞ্জিন । ল্যাডারও কাজে লাগানো যায়নি । আগুন আরও বাড়ছে । বিস্তীর্ণ জায়গায় যানজট হয়েছে । গাড়িগুলিকে দ্বিতীয় হুগলি সেতু দিয়ে ঘুরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে । এলাকার কয়েকজন আবার বলছেন, তাঁরা আগুন প্রায় নিভিয়ে দিয়েছিলেন । একটি কাপড়ের গুদামে আগুন লেগেছিল । সেই আগুন এখন চারটি ঘরে ছড়িয়ে পড়েছে । কীভাবে আগুন ছড়িয়ে পড়ল তা তাঁরা জানেন না । শেষমেশ, দমকলের 11 টি ইঞ্জিনের চেষ্টায় 7 টা 40 মিনিট নাগাদ আগুন নেভানো হয়।

Last Updated : Jul 13, 2019, 10:27 PM IST

For All Latest Updates

TAGGED:

nandaramfire

ABOUT THE AUTHOR

...view details