পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Nabanna Fire: নবান্নের চোদ্দতলায় আগুন, দমকলের 3টি ইঞ্জিনের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে - নবান্নের 14 তলায় আগুন

নবান্নের চোদ্দতলায় আগুন ৷ সঙ্গে সঙ্গেই আতঙ্ক ছড়ায় ৷ পুলিশের তরফ থেকে তড়িঘড়ি ধোঁয়া দেখে দমকলকে খবর দেওয়া হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 3টি ইঞ্জিন ৷ তারা তড়িঘড়ি আগুনের উৎস খুঁজে বের করে আগুন নেভানোর কাজ শুরু করে ৷ বিশেষ ক্ষয়ক্ষতির খবর নেই বলেই নবান্ন সূত্রে জানা গিয়েছে ৷ পুজোর ছুটির কারণে নবান্নে তেমন কোনও কর্মী উপস্থিত ছিলেন না ৷ বিশেষ করে 14 তলার যেখানে আগুন লেগেছিল সেখানে কেউ ছিল না ৷ কী কারণে এবং কোথা থেকে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে ৷

Fire Broke Out at Nabanna 14th Floor
নবান্নে আগুন আতঙ্ক, ঘটনাস্থলে দমকলের 3টি ইঞ্জিন

By

Published : Oct 12, 2021, 1:22 PM IST

Updated : Oct 12, 2021, 2:37 PM IST

কলকাতা, 12 অক্টোবর : নবান্নের চোদ্দতলায় আগুন ৷ সঙ্গে সঙ্গেই আতঙ্ক ছড়ায় ৷ পুলিশের তরফ থেকে তড়িঘড়ি ধোঁয়া দেখে দমকলকে খবর দেওয়া হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 3টি ইঞ্জিন ৷ তারা তড়িঘড়ি আগুনের উৎস খুঁজে বের করে আগুন নেভানোর কাজ শুরু করে ৷ বিশেষ ক্ষয়ক্ষতির খবর নেই বলেই নবান্ন সূত্রে জানা গিয়েছে ৷ পুজোর ছুটির কারণে নবান্নে তেমন কোনও কর্মী উপস্থিত ছিলেন না ৷ বিশেষ করে 14 তলার যেখানে আগুন লেগেছিল সেখানে কেউ ছিল না ৷ যেহেতু, 14 তলায় মুখ্যমন্ত্রীর দফতর, তাই কী কারণে এবং কোথা থেকে আগুন লেগেছে, তা খতিয়ে দেখা হচ্ছে ৷

শিবপুর থানা সূত্রে খবর, নবান্নে মোতায়েন রিজার্ভ ফোর্সের পুলিশকর্মীরা প্রথম আগুন দেখতে পান ৷ তাঁরাই নবান্নে জরুরি ভিত্তিতে থাকা দমকলকে খবর দেয় ৷ নবান্নে সবসময় দমকলের ইঞ্জিন এবং দমকলকর্মীরা রিজার্ভে থাকেন ৷ সেই রিজার্ভ বাহিনীর কর্মীরা তড়িঘড়ি পৌঁছে যান আগুনের উৎসস্থলে ৷ নবান্নে থাকা 3টি অগ্নিনির্বাপক যন্ত্র নিয়ে কাজে লেগে যান উপস্থিত দমকল কর্মীরা ৷ বাইরে থেকে আলাদা করে অতিরিক্ত কোনও অগ্নিনির্বাপক যন্ত্র আনতে হয়নি বলেই নবান্ন সূত্রে খবর ৷

আরও পড়ুন : Mamata Banerjee : পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মমতাই যোগ্যতম, কংগ্রেসকে বিঁধে বোঝাল তৃণমূল

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, 15 মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে চলে আসে ৷ প্রথমে যদিও অনুমান করা হয়েছিল যে 14 তলার গ্যাস পাইপ লিক করে এই আগুন লেগেছিল ৷ কিন্তু, পরে সে অনুমান ভুল প্রমাণিত হয় ৷ পরে জানা যায় যে, আগুনের উৎস নবান্নের 14 তলায় থাকা একটি বেসরকারি মোবাইল সার্ভিস প্রোভাইডার কোম্পানির টাওয়ার থেকে আগুন লাগে ৷ তবে, কী থেকে এই আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে ৷ অল্পের উপর দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় হাঁফ ছেড়ে বেঁচেছেন উপস্থিত পুলিশ আধিকারিকরা ৷

আরও পড়ুন : Durga Puja Rules : দুর্গাপুজোয় শহর ও শহরতলীতে পণ্যবাহী ট্রাকে ঢোকায় নিষেধাজ্ঞা, ক্ষতির মুখে মালিকপক্ষ

Last Updated : Oct 12, 2021, 2:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details