কলকাতা, 22 জানুয়ারি :রঙের কারখানায় ভয়াবহ আগুন ৷ ঘটনাটি নিউ আলিপুর থানার 2বি দীনেশ দাস চেতলা রোডে । সকাল আটটার সময় আগুন লাগে । চোখের পলকে আগুন ছড়িয়ে পড়ে । প্রথমে ঘটনাস্থলে আসে দমকলের দু'টি ইঞ্জিন । পরে তিনটি অতিরিক্ত ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয় । মোট 7টি ইঞ্জিনের চেষ্টায় প্রায় তিন ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে দমকল বাহিনী (Chetla chemical factory fire under control in New Alipore Kolkata) ।
রঙের কারখানাটি আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে । কারাখানার পাশেই থাকা ঝুপড়িতে আগুন লাগার আশঙ্কা ছিল । কিন্তু দমকলকর্মীদের তৎপরতায় সেই দুর্ঘটনা ঘটেনি । যদিও দমকলবাহিনীর তৎপরতা নিয়ে ক্ষোভ রয়েছে এলাকাবাসীর ৷ খবর পাওয়ার পর কালীঘাট থেকে চেতলায় পৌঁছতে মিনিট কুড়ি দেরি হয় দমকল বাহিনীর । আগুন লেগেছে বুঝতে পেরে স্থানীয়রাই নেভানোর চেষ্টা করেছিলেন । ওই গুদামে একাধিক জায়গায় দাহ্য বস্তু মজুত থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে । আগুনে হতাহতের কোনও খবর নেই ৷ আপাতত মনে করা হচ্ছে, ক্ষতির পরিমাণ প্রায় কয়েক কোটি টাকা ।