পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Chandni Chowk Fire: চাঁদনি চকে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের 15টি ইঞ্জিন - চাঁদনি চকে আগুন

রবিবার সন্ধ্যা সাতটা নাগাদ এই আগুন লাগে চাঁদনি চকের ই-মলের পিছনে একটি দোকানের তিন তলায় ৷ শর্টশার্কিট থেকে আগুন লাগে বলে অনুমান ৷

ETV BHarat
প্রতীকী ছবি

By ETV Bharat Bangla Team

Published : Sep 24, 2023, 9:24 PM IST

Updated : Sep 24, 2023, 10:58 PM IST

কলকাতা, 24 সেপ্টেম্বর: শহরে ফের অগ্নিকাণ্ড । রবিবার সন্ধ্যায় আগুন লাগে চাঁদনি চকের ই-মলের পিছনের একটি ল্যাপটপের দোকানে ৷ সন্ধ্যা সাতটা নাগাদ এই আগুন লাগার ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে ৷ আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যেই গ্রাস করে ফেলে গোটা দোকানটিকে । পাশেও একাধিক দোকান থাকার ফলে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয় ৷ আগুন নেভাতে প্রথমে দমকলের 4টি ইঞ্জিন ঘটনাস্থলে যায় ৷ পরে আরও ইঞ্জিন সেখানে যায় ৷ আগুন নেভাতে মোট 15টি ইঞ্জিনকে দমকল বিভাগ কাজে লাগায় এদিন ৷

দমকলের চেষ্টায় রাত প্রায় দশটা নাগাদ এদিন আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় ৷ ঘটনায় এখনও কোনও এফআইআর দায়ের হয়নি বলে জানা গিয়েছে ৷ এদিন আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যান দমকল মন্ত্রী সুজিত বসু ৷ জানা গিয়েছে, ওই বাড়িতে প্রচুর বৈদ্যুতিক সামগ্রী মজুত ছিল ৷ ফলে দ্রুত ভীষণ আকার ধারণ করে ওই আগুন ৷ আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় দমকল কর্মীদের ৷ ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা জায়নি ৷ উল্লেখ্য, দিন কয়েক আগেই আগুন লেগেছিল চাঁদনিতে ৷ চলতি মাসে এই নিয়ে দ্বিতীয়বার আগুন লাগল এই এলাকায় ৷ তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল বিভাগ ৷

আরও পড়ুন: নদী বাঁধের উপর বেহাল রাস্তায় ঝুঁকিপূর্ণ যাত্রা, ক্ষোভ 15টি গ্রামের বাসিন্দাদের

ঘটনাস্থলে গিয়েছে বউবাজার ও হেয়ার স্ট্রিট থানার পুলিশ । এলাকার বাসিন্দারা এলাকায় ভিড় জমান । কীভাবে আগুন লেগেছে তা জানা না-গেলেও দমকলের প্রাথমিক অনুমান শর্ট শার্কিট থেকে এই আগুন লেগে থাকতে পারে ৷ তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনও খবর নেই ৷ এদিন রবিবার হওয়ায় সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় চাঁদনিতে খদ্দেরদের আনাগোনা অন্যান্য দিনের তুলনায় কমই ছিল ৷ জানা গিয়েছে, একটি ইলেকট্রনিক্স দোকানের তিনতলায় এদিন আগুন লাগে ৷

Last Updated : Sep 24, 2023, 10:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details