বেহালা, 20 মার্চ : আবারও কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড ৷ বেহালা চৌরাস্তার 121 নম্বর ওয়ার্ডের রাজা রামমোহন রায় রোডের পাশে বড়িশা প্রাথমিক বিদ্যালয়ের পাশে এদিন ভোররাতে আগুন লাগে ৷ পরপর 22টি দোকান ভস্মীভূত হয়ে যায়(Fire Breaks Out at Behala) ৷ কেউ বা কারা আগুন লাগিয়ে দিয়েছে, এমনই অভিযোগ ভস্মীভূত হয়ে যাওয়া দোকানদারদের ৷
আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে বড়িশা প্রাথমিক বিদ্যালয়ের বেশ কিছু অংশ ৷ ক্ষতিগ্রস্ত হয়েছে স্কুলের জলের ট্যাঙ্ক, ড্রাম ইত্যাদি ৷ মূলত স্কুলের পাঁচিলের গায়েই এই দোকানগুলি ছিল ৷ এখন দোকানদাররা তাঁদের যেটুকু অবশিষ্ট অংশ বেঁচে আছে, তা পোড়া ছাই থেকে বেছে নিচ্ছেন । আগুন লাগার পরই তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকল বাহিনীকে ৷ ঘটনাস্থলে দমকলের 2টি ইঞ্জিনের 1 ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় । ক্ষয়ক্ষতির পরিমাণ বেশ কয়েক লক্ষ টাকা বলে জানিয়েছেন দোকানদাররা ।