কলকাতা, 16 অক্টোবর : ফের শহরে আগুন ৷ এবার ঘটনাস্থল মল্লিকবাজারের একটি নাম করা বিরিয়ানির দোকানে ৷ তবে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন আসার আগেই সেই আগুন নিয়ন্ত্রণে আসে।
শনিবার দুপুর তিনটে নাগাদ আচমকাই ওই রেস্তরাঁর রান্নাঘরে আগুন ধরে যায় ৷ খবর যায় স্থানীয় থানা ও দমকলে। তবে ওই রেস্তরাঁর অগ্নিনির্বাপণ ব্যবস্থার মাধ্যমে দোকানের লোকজনই আগুন নিভিয়ে দেন। পরে ঘটনাস্থলে দমকলের একটা ইঞ্জিন ঘটনাস্থলে আসে।