কলকাতা, 6 ফেব্রুয়ারি: কলকাতায় ফের অগ্নিকাণ্ড । সোমবার এক্সাইড মোড়ের কাছে একটি টায়ারের গুদামে ভয়াবহ আগুন লাগে (Fire Broke out in Tire Warehouse at Exide More) । ঘন ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা । দিনের ব্যস্ত সময়ে এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় আশেপাশে । খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের মোট সাতটি ইঞ্জিন ৷ পাশাপাশি ঘটনাস্থলে আসে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীর আধিকারিকরাও । গুদামের মধ্যে একাধিক দাহ্য বস্তু মজুত থাকায় প্রথম অবস্থায় আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হয় দমকল কর্মীদের । বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে দমকলের তরফে জানা গিয়েছে । ঘটনাস্থলে আসে দমকলের ডিজিও ।
পুলিশ সূত্রে খবর, এক্সাইড মোড়ের কাছে যে টায়ারের গুদামে আগুন লেগেছে তার উপরেই দোতলা এবং তিনতলায় বেশ কয়েকটি অফিস রয়েছে । আর দিনের ব্যস্ততম সময়ে এই ঘটনা ঘটার ফলে সংশ্লিষ্ট অফিসগুলিতে বেশ কয়েকজন কর্মী সেই সময় উপস্থিত ছিলেন । পাশাপাশি ওই গুদামের উপরের ঘরে একজন বিশেষভাবে সক্ষম ব্যক্তিও ছিলেন । এই খবর পাওয়ার পরেই কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীর আধিকারিকরা এবং দমকল কর্মীরা উপরে উঠে কোনওরকমে ওই বিশেষভাবে সক্ষম ব্যক্তিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করেন । বিপর্যয় মোকাবিলা বাহিনীর আধিকারিকরা ল্যাডারের মাধ্যমে উপরে ওঠে অফিস কর্মচারীদের ঘটনাস্থল থেকে উদ্ধার করেন বলে জানা গিয়েছে । গ্যাস কাটারের মাধ্যমে লোহার গ্রিল কেটে ভিতরে ঢোকা হয় । প্রথম অবস্থায় বিল্ডিং থেকে নামতে গিয়ে হুড়োহুড়ি বেঁধে যায় । পরে দমকল এসে সকলকে সুরক্ষিতভাবে নীচে নিয়ে আসে ৷