পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Fire at SSKM: এসএসকেএম-এ পৌঁছল ফরেন্সিক দল, মেশিন পুড়ে যাওয়ায় হয়রানি রোগীদের - এসএসকেএম হাসপাতালে আগুন

পুড়ে গিয়েছে সিটি স্ক্যান ও ইউএসজি মেশিন (CT scan USG machine burnt)৷ তার ফলে সকাল থেকেই এসএসকেএম হাসপাতালে (Fire at SSKM) এসে হয়রানির শিকার হলেন রোগীরা (Patients harassed)৷

fire-at-sskm-ct-scan-usg-machine-burnt-patients-harassed-in-hospital
এসএসকেএম-এ পৌঁছল ফরেন্সিক দল, মেশিন পুড়ে যাওয়ায় হয়রানি রোগীদের

By

Published : Nov 18, 2022, 1:02 PM IST

কলকাতা, 18 নভেম্বর: এসএসকেএম হাসপাতালে অগ্নিকাণ্ডের জেরে সম্পূর্ণ পুড়ে গিয়েছে সিটি স্ক্যান ও ইউএসজি মেশিন (CT scan USG machine burnt)। সেই কারণে পরিষেবা না পেয়ে দুর্ভোগে পড়লেন রোগীরা (Patients harassed)৷

শুক্রবার সকাল থেকেই বহু রোগী আসছেন এসএসকেএম হাসপাতালে (Fire at SSKM)৷ তবে সিটি স্ক্যান ও ইউএসজি মেশিন পুড়ে যাওয়ায় শারীরিক পরীক্ষা-নীরিক্ষা করা যাচ্ছে না ৷ ফলে ফিরে যেতে হচ্ছে রোগীদের ।

অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে ইতিমধ্যেই হাসপাতালে উপস্থিত হয়েছেন লালবাজারের গোয়েন্দা দফতরের চিত্রগ্রাহক ও 5 সদস্যের ফরেন্সিক দল ৷ আগুনের উৎসস্থলে পৌঁছেছেন নমুনা সংগ্রহ করছেন তাঁরা ৷

মগড়ার বাসিন্দা রুবি মোল্লা আজ এসএসকেএম হাসপাতালে এসেছিলেন সিটি স্ক্যান করাতে । কিন্তু মেশিন পুড়ে যাওয়ার জন্য টেস্ট না করিয়ে ফিরে যেতে হয় তাঁকে । তাঁরই মতো হয়রানির শিকার হয়েছেন আরও অনেকে ৷

আরও পড়ুন:এসএসকেএম হাসপাতালে বিধ্বংসী আগুন, দমকলের 10টি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে

এ ছাড়াও যাঁরা গতকাল সকালে টেস্ট করিয়েছেন, মেশিন পুড়ে যাওয়ায় তাঁদের মধ্যেও রিপোর্ট পাওয়া নিয়ে চিন্তা দেখা দিয়েছে ৷ তবে যাঁরা হাসপাতালে ভর্তি রয়েছেন, তাঁদের জন্য ট্রমা কেয়ার সেন্টারে সিটি স্ক্যানের ব্যবস্থা রয়েছে ।

বৃহস্পতিবার রাত 10টা নাগাদ শহরের অন্যতম ব্যস্ত হাসপাতাল এসএসকেএম-এ আগুন লাগে । আগুনের ভয়াবহতায় রোগী এবং রোগীর পরিজনদের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়ায় । জানা গিয়েছে, এসএসকেএম হাসপাতালের ইমারজেন্সি বিভাগে দোতলায় ভয়াবহ আগুন লাগে । তবে আগুন লাগা সঠিক কারণ জানা যায়নি । শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে পুলিশের অনুমান ৷ ঘটনাস্থলে যায় দমকলের 10টি ইঞ্জিন । বিদ্যুৎ বিচ্ছিন্ন করে আগুন নেভানো হয় । এসএসকেএম হাসপাতালের তরফ থেকে জানা গিয়েছে, রোগী এবং রোগীর পরিজনরা সবাই সুস্থ রয়েছেন । দ্রুতই ইমারজেন্সি ওয়ার্ড খালি করে দেওয়া হয় । রাতেই ঘটনাস্থলে যান মেয়র ফিরহাদ হাকিম ও মন্ত্রী অরূপ বিশ্বাস ৷

ABOUT THE AUTHOR

...view details