পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নোনাপুকুরে বহুতলে আগুন, আটক বাসিন্দাদের উদ্ধার করল দমকল - দমকল মন্ত্রী সুজিত বসু

Fire at Multi-story Building at Nonapukur: নোনাপুকুরে একটি বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ৷ ঘটনায় বহুতলে আটকে পড়া বাসিন্দাদের মই দিয়ে নামিয়ে আনল দমকল ৷ ঘটনাস্থলে গিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Dec 17, 2023, 7:20 PM IST

Updated : Dec 17, 2023, 8:44 PM IST

নোনাপুকুরে বহুতলের তিনতলায় রবিবার সন্ধেয় আগুন

কলকাতা, 17 ডিসেম্বর:শহরে ফের অগ্নিকাণ্ড। রবিবার সন্ধ্যায় নোনাপুকর এলাকায় একটি বহুতলে আগুন লাগে। প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে ৷ বহুতলের তিন তলা ফ্ল্যাটে আগুন লাগে । একটি ঘরে আটকে পড়েন পাঁচ আবাসিক । খবর পেয়ে দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় ৷ দমকল কর্মীরা লোহার মই দিয়ে আটকে পড়া পাঁচজনকে উদ্ধার করে ৷ জানা গিয়েছে, তাঁদের মধ্যে দু’টি শিশু ছিল ৷ হাওয়ার কারণে, আগুন আশেপাশের ফ্ল্যাটেও ছড়িয়ে পড়ে ৷ কিছুক্ষণের মধ্যেই সেই আগুন বড় আকার ধারণ করে ৷

পুরনো বাড়ির বৈদ্যুৎতিক সংযোগ থেকে আগুন লেগে থাকতে পারে বলে অনুমান ৷ দমকলের তরফে বলা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর বিস্তারিত তদন্ত করেই, আগুন লাগার সঠিক কারণ বলা সম্ভব হবে ৷ আগুন নেভানোর পাশাপাশি, কুলিংয়ের কাজও সমানভাবে করা হচ্ছে ৷ পুরনো বাড়ি হওয়ায় কোনও ঝুঁকি নিতে চাইছে না দমকল ৷ পুরো এলাকা ঘিরে ফেলেছে পুলিশ ৷ আগুনের গ্রাসে থাকা বহুতল ও তার আশেপাশে কাউকে যেতে দেওয়া হচ্ছে না ৷ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে ৷

স্থানীয়দের বক্তব্য, বিকেলের পর হঠাৎই ওই বহুতলের তিনতলার একটি ঘর থেকে কালো ধোঁয়া বেরতে দেখা যায় ৷ এর কিছুক্ষণের মধ্যে দাউদাউ করে জ্বলতে শুরু করে তিনতলার ঘর ৷ আগুনের শিখা বেরতে দেখা যায় ৷ এর পরেই একটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায় ৷ মনে করা হচ্ছে, বাড়ির রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের শব্দ ছিল সেটি ৷ ঘটনার পর থেকেই বহুতল ও তার আশেপাশের বাসিন্দারা আতংকে রয়েছেন ৷

অগ্নিকাণ্ডের খবর পেয়ে নোনাপুকুরে ঘটনাস্থলে পৌঁছে যান দমকল মন্ত্রী সুজিত বসু ৷ তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেন ৷ জানিয়েছেন, প্রথমের দিকে কয়েকটি ইঞ্জিন এলেও, আগুন আশেপাশের ফ্ল্যাটে ছড়িয়ে পড়তেই আরও ইঞ্জিন আনা হয় ৷ আপাতত পাঁচটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে ৷ বহুতলে আটকে পড়া পাঁচজনকে দমকল উদ্ধার করেছে ৷ প্রয়োজন পড়লে আরও ইঞ্জিন আনা হবে আগুন নেভানোর ও কুলিংয়ের কাজের জন্য ৷

আরও পড়ুন:

  1. 'ঘর ছেড়ে দিতে হবে', কর্পোরেশনের উচ্ছেদ-নোটিশ ঘিরে উত্তপ্ত হাতিবাগান
  2. কপিলমুনি মন্দিরের পাশে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই 3টি বাড়ি
  3. ফোরশোর রোডের পর ঘুসুরির প্লাস্টিক গুদামে ভয়াবহ আগুন, বর্তমানে নিয়ন্ত্রণে
Last Updated : Dec 17, 2023, 8:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details