পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মানিকতলার ব্যাটারি কারখানায় আগুন - battery factory was caught fire

আগুন লাগল মানিকতলার ব্যাটারি কারখানায় । প্রায় 11 টি দমকল ইঞ্জিনের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে ।

মানিকতলার ব্যাটারি কারখানায় আগুন
মানিকতলার ব্যাটারি কারখানায় আগুন

By

Published : Jan 13, 2021, 5:47 PM IST

কলকাতা, 13 জানুয়ারি : মানিকতলার এপিসি রোডে অবস্থিত ব্যাটারি কারখানায় আগুন । আজ দুপুর নাগাদ ঘটনাটি ঘটে । হতাহতের খবর নেই । ক্ষতির পরিমাণ এখনও অস্পষ্ট । তদন্তে নেমেছে মানিকতলা থানার পুলিশ ।

আজ দুপুরে হঠাৎ ওই কারখানার জানালা দিয়ে কালো ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা । খবর দেওয়া হয় দমকল বিভাগে । আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ঘটনাস্থানে 11 টি ইঞ্জিন আসে । এখন ঘটনাস্থান ঠান্ডা করার প্রক্রিয়া চলছে ।

আরও পড়ুন : বেহালার কালীতলায় গোডাউনে আগুন

দমকল সূত্রের খবর, কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে । আগুন নেভাতে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরাও সহযোগিতা করেছেন । আপাতত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে ।

দমকল বিভাগের এক আধিকারিক জানান, মানিকতলা এলাকাটা বেশ ঘিঞ্জি । এই এলাকায় আরও অনেক ব্যাটারি কারখানা রয়েছে । কারখানায় প্রচুর দাহ্য বস্তু মজুত আছে । ঠিক সময়ে আগুন নিয়ন্ত্রণের প্রচেষ্টা শুরু না করলে আগুন দাহ্য বস্তুতে লেগে আরও বড় দুর্ঘটনা হয়ে যেতে পারত ।

ABOUT THE AUTHOR

...view details