কলকাতা, 13 নভেম্বর: অগ্নিকাণ্ড কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সোমবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ আগুন লাগে মেডিক্য়াল কলেজের হেমাটোলজি বিভাগে। চার তলার হেমাটোলজি বিভাগের একটি ল্যাবরেটরিতে মূলত আগুন লাগে বলে খবর। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের পাঁচটি ইঞ্জিন ৷ প্রায় ঘন্টাখানেকের চেষ্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন।
যদিও আগুন লাগার জেরে হাসপাতালে পরিষেবা ব্যহত হয়নি বলেই হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। হতাহতেরও কোনও খবর নেই ৷ যে মুহূর্তে আগুন লাগে সেই সময় ওই বিভাগে কেউ ছিলেন না বলেও জানা গিয়েছে। তবে কীভাবে আগুন লেগেছে তা পূর্ণাঙ্গ তদন্তের পরই জানা যাবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
দমকলের প্রাথমিক তদন্তে অনুমান, শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে। সেখানে গবেষণাগার থাকায় অনেক বৈদ্যুতিক সরঞ্জাম রয়েছে। সেখান থেকেই আগুন লেগেছে বলে দমকলের প্রাথমিক অনুমান। তাই সেগুলির সবটা পরীক্ষা করে দেখা হচ্ছে। কলকাতা মেডিক্যাল কলেজের অগ্নিনির্বাপক ব্যবস্থা এবং অন্যান্য যে ব্যবস্থা রয়েছে আগুন নেভানোর তাও দেখা হচ্ছে বলে খবর ৷