কলকাতা, 11 এপ্রিল: বাগুইআটির ফলের বাজারে বিধ্বংসী আগুন । শনিবার রাত সাড়ে দশটা নাগাদ লাগে এই আগুন । ইতিমধ্যেই ঘটনাস্থানে পৌঁছেছে দমকলের 4টি ইঞ্জিন । পৌঁছেছে বাগুইআটি থানার পুলিশ । অবশ্য দমকল আসার আগেই স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা শুরু করে । কিন্তু তাতে কাজের কাজ হয়নি । দাউ দাউ করে জ্বলতে শুরু করে আগুন।
বাগুইআটি ফলের বাজারে বিধ্বংসী আগুন, ঘটনাস্থানে দমকলের 4 ইঞ্জিন - fire at baguihati fruit market
রাত সাড়ে দশটা নাগাদ হঠাৎই বাগুইআটি মোড়ের কাছে ফলের বাজারে আগুন লেগে যায় । আগুনের লেলিহান শিখা একটু একটু করে ছড়িয়ে পড়ে সর্বত্র ।
![বাগুইআটি ফলের বাজারে বিধ্বংসী আগুন, ঘটনাস্থানে দমকলের 4 ইঞ্জিন বাগুইআটি ফলের বাজারে বিধ্বংসী আগুন](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6757436-381-6757436-1586629920469.jpg)
বাগুইআটি ফলের বাজারে বিধ্বংসী আগুন
দমকল ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত সাড়ে দশটা নাগাদ হঠাৎই বাগুইআটি মোড়ের কাছে ফলের বাজারে আগুন লেগে যায় । আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে সর্বত্র । তবে সেখানে এখনও পর্যন্ত কেউ আটকে পড়ার খবর নেই । আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে দমকলের চারটি ইঞ্জিন ।
ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । লকডাউনের মধ্যে কীভাবে এই আগুন লাগল তা অবশ্য এখনও জানা যায়নি ।