পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লাগাতার লকডাউন, ভাঁড়ে মা ভবানী কলকাতা পৌরনিগমের কোষাগার - কোভিড-19 প্য়ানডেমিক

আগেই সম্পত্তি কর জমা দেওয়ার তারিখ 31 শে মার্চ পর্যন্ত বাড়িয়েছিল কলকাতা পৌরনিগম । এবার সেই সম্পত্তি কর আদায়ের জন্য বেশ কিছু জরুরী পদক্ষেপ গ্রহণ করেছে কলকাতা পৌরনিগম । নির্দিষ্ট সময়ের মধ্যে কর জমা দিলে সেক্ষেত্রে ছাড় দেওয়া হয় ।

লাগাতার লকডাউন, ভাঁড়ে মা ভবানী কলকাতা পৌরনিগমের কোষাগার
লাগাতার লকডাউন, ভাঁড়ে মা ভবানী কলকাতা পৌরনিগমের কোষাগার

By

Published : May 29, 2020, 11:06 AM IST

কলকাতা, 29 মে: অর্থ সংকট দেখা দিয়েছে কলকাতা পৌরনিগমে । কোরোনা ভাইরাস প্রতিরোধে দীর্ঘদিন ধরে লকডাউন চলছে ৷ তার ফলেই তৈরি হয়েছে এই অর্থসংকট । দীর্ঘদিন ধরে সম্পত্তি কর আদায় বন্ধ থাকায় কলকাতা পৌরনিগমের কোষাগার এখন ভাঁড়ে মা ভবানী । তাই সম্পত্তি কর জমা ছাড়ের সময়সীমা বৃদ্ধি করল কলকাতা পৌরনিগম নিগম ।

আগেই সম্পত্তি কর জমা দেওয়ার তারিখ 31 শে মার্চ পর্যন্ত বাড়িয়েছিল কলকাতা পৌরনিগম । এবার সেই সম্পত্তি কর আদায়ের জন্য বেশ কিছু জরুরী পদক্ষেপ গ্রহণ করেছে কলকাতা পৌরনিগম । নির্দিষ্ট সময়ের মধ্যে কর জমা দিলে সেক্ষেত্রে ছাড় দেওয়া হয় । কিন্তু এখনও কর জমা দিলে ছাড় দেওয়া হবে ৷ আজ এমনই সিদ্ধান্ত নিয়েছে পৌরনিগম । গত বছর পয়লা এপ্রিল থেকে মে মাস পর্যন্ত পৌরনিগমের কর আদায়ের অর্থের পরিমাণ ছিল 227 কোটি টাকা । এবছর সেখানে কর আদায়ের অর্থের পরিমাণ 39 কোটি টাকা । ঘাটতি অর্থের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে 186 কোটি টাকায় ।

এদিন অতীন ঘোষ ( কলকাতা পৌরনিগম প্রশাসক মন্ডলীর সদস্য) বলেন, "কোরোনা ভাইরাসের জন্য দীর্ঘদিন ধরেই লকডাউন চলছে । এর ফলে পৌরনিগমের আয় প্রায় বন্ধের মুখে । লকডাউনের ফলে পৌরনিগমের সবকটি কর আদায়ের বিভাগ বন্ধ ৷ এতেই সংকটজনক পরিস্থিতি তৈরি হয়েছে । কলকাতা পৌরনিগমে মোট 20টি কালেকশন সেন্টার রয়েছে ৷ তার মধ্যে আজ থেকে 16টি কালেকশন সেন্টার খুলে দেওয়া হয়েছে । আগামী কয়েক দিনের মধ্যে বাকি সবকটি সেন্টার চালু করে দেওয়া হবে ।" তিনি আরও জানান, "লকডাউন চলায় বহু মানুষ নির্দিষ্ট সময়ের মধ্যে কর জমা দিতে পারেননি । কিন্তু আগামীকাল থেকে যারা কর জমা দেবেন তাদের সকলকেই ছাড় দেওয়া হবে । এর পাশাপাশি যাঁদের সম্পত্তি নিয়ে জটিলতা রয়েছে তারা কলকাতা পৌরনিগমের সদর দপ্তরে আবেদন করতে পারবেন ।"

আর্থিক ঘাটতি পূরণ করতে পুরোদমে সম্পত্তি কর আদায়ের জন্য একাধিক পদক্ষেপ নিতে চলেছে কলকাতা পৌরনিগম । অনলাইনে ট্যাক্স জমা দেওয়ার সুবিধা চালু করা হচ্ছে । যারা ক্যাশ কাউন্টার এর মাধ্যমে টাকা জমা দেবেন তারা পৌরনিগমের সেন্টারগুলিতে সরাসরি টাকা জমা দিতে পারবেন । আগামীকাল থেকে সরাসরি ট্যাক্স জমা নেওয়ার জন্য কলকাতা পৌরনিগমের ট্রেজারি খুলে দেওয়া হবে ।

ABOUT THE AUTHOR

...view details