রাজারহাট, 3 মার্চ: কেন্দ্রের সঙ্গে থাকলেই আর্থিক সাহায্য ৷ উত্তর-পূর্ব ভারতের তিন রাজ্যে সরকার গঠন প্রসঙ্গে একথা বলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ পরবর্তী ক্ষেত্রে তিনি আরও স্পষ্ট করে দিলেন, সাধারণ মানুষকে উন্নয়ন দিতে হলে কেন্দ্রীয় সরকারের সঙ্গেই থাকতে হবে (Financial Assistance Only with Centre) ৷ দিলীপের মতে, সেই কারণে মেঘালয়ে বিজেপি-কে সঙ্গে নিয়ে সরকার গঠনের কথা ঘোষণা করেছে এনপিপি ৷ উল্লেখ্য, মেঘালেয় এনপিপি ও ইউডিপি বিজেপিকে সঙ্গে নিয়ে ভোট পরবর্তী জোট গড়ে সরকার গড়তে চলেছে (Meghalaya Election Result) বলেই সূত্রের খবর ৷
এদিন দিলীপ ঘোষের এই মন্তব্য, বিজেপি বিরোধী দলগুলির অভিযোগকেই কার্যত সিলমোহর দিল ৷ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে বারবার বঞ্চনার অভিযোগ করে এসেছেন ৷ বিজেপির অন্যতম বিরোধী হওয়ায় রাজ্যের পাওনা টাকা না-দেওয়ার অভিযোগ করেছেন বহুবার ৷ এদিন দিলীপ তাঁর মন্তব্যে বুঝিয়ে দিলেন, কেন্দ্রের সঙ্গে থাকলে মানুষের উন্নয়নের জন্য আর্থিক সাহায্য পাবে রাজ্য সরকারগুলি ৷ বিজেপির বিরোধীপক্ষ হলে, বঞ্চনাই হবে পুরস্কার ৷