পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Dilip on Meghalaya Election Result: ‘কেন্দ্র’-কে সমর্থন করলেই আর্থিক সাহায্য, মমতার বঞ্চনার অভিযোগে সিলমোহর দিলীপের !

কেন্দ্রকে সমর্থন করলেই রাজ্যের উন্নয়ন সম্ভব ৷ এমনই বিতর্কিত মন্তব্য করলেন দিলীপ ঘোষ ৷ তিনরাজ্যের বিধানসভা নির্বাচনের পর সরকার গঠন নিয়ে এমনই মন্তব্য করেছেন তিনি (Dilip on Meghalaya Election Result) ৷

By

Published : Mar 3, 2023, 5:28 PM IST

Dilip on Meghalaya Election Result ETV BHARAT
Dilip on Meghalaya Election Result

দিলীপের আর্থিক সাহায্য সংক্রান্ত মন্তব্যে বিতর্ক

রাজারহাট, 3 মার্চ: কেন্দ্রের সঙ্গে থাকলেই আর্থিক সাহায্য ৷ উত্তর-পূর্ব ভারতের তিন রাজ্যে সরকার গঠন প্রসঙ্গে একথা বলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ পরবর্তী ক্ষেত্রে তিনি আরও স্পষ্ট করে দিলেন, সাধারণ মানুষকে উন্নয়ন দিতে হলে কেন্দ্রীয় সরকারের সঙ্গেই থাকতে হবে (Financial Assistance Only with Centre) ৷ দিলীপের মতে, সেই কারণে মেঘালয়ে বিজেপি-কে সঙ্গে নিয়ে সরকার গঠনের কথা ঘোষণা করেছে এনপিপি ৷ উল্লেখ্য, মেঘালেয় এনপিপি ও ইউডিপি বিজেপিকে সঙ্গে নিয়ে ভোট পরবর্তী জোট গড়ে সরকার গড়তে চলেছে (Meghalaya Election Result) বলেই সূত্রের খবর ৷

এদিন দিলীপ ঘোষের এই মন্তব্য, বিজেপি বিরোধী দলগুলির অভিযোগকেই কার্যত সিলমোহর দিল ৷ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে বারবার বঞ্চনার অভিযোগ করে এসেছেন ৷ বিজেপির অন্যতম বিরোধী হওয়ায় রাজ্যের পাওনা টাকা না-দেওয়ার অভিযোগ করেছেন বহুবার ৷ এদিন দিলীপ তাঁর মন্তব্যে বুঝিয়ে দিলেন, কেন্দ্রের সঙ্গে থাকলে মানুষের উন্নয়নের জন্য আর্থিক সাহায্য পাবে রাজ্য সরকারগুলি ৷ বিজেপির বিরোধীপক্ষ হলে, বঞ্চনাই হবে পুরস্কার ৷

আরও পড়ুন:মেঘের দেশে পাঁচ আসনে জয়, জাতীয় রাজনীতিতে প্রাসঙ্গিকতার বড়সড় নমুনা পেশ তৃণমূলের

উত্তর-পূর্ব ভারতের তিন রাজ্যে বিধানসভা ভোটে ত্রিপুরায় একমাত্র একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি ৷ 60 আসনের বিধানসভায় 32টি জিতেছে তারা ৷ তবে, নাগাল্যান্ড ও মেঘালয়ে তা হয়নি ৷ নাগাল্যান্ডে এনডিপিপি-র সঙ্গে জোটে লড়াই করেছে বিজেপি ৷ কেন্দ্রের শাসকদল সেখানে 12টি আসন পেয়েছে ৷ আর জোট শরিক এনডিপিপি 25টি আসনে জিতেছে ৷ কিন্তু, মেঘালয়ে এবার কোনও জোট হয়নি ৷ এনপিপি, ইউডিপি ও বিজেপি এককভাবে ভোটে লড়েছিল ৷ সেখানে এনপিপি 26টি, ইউডিপি 11টি আসন জিতেছে ৷ আর বিজেপি পেয়েছে মাত্র 2টি আসন ৷ এই নিয়ে দিলীপ ঘোষের মত, তারা নিজেদের শক্তি পরীক্ষা করতে 2023 বিধানসভা নির্বাচনে মেঘালয়ে জোট করেনি ৷ জোটে লড়াই করলে আরও আসন বাড়ত বিজেপির ৷

আরও পড়ুন:ত্রিপুরায় দ্বিতীয় বারেও শূন্য ! তৃণমূলের জাতীয় দলের তকমা কাড়তে কমিশনে অনুরোধ শুভেন্দুর

ABOUT THE AUTHOR

...view details