পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাম আমলে কমিশন বাবদ 200 কোটি বকেয়া রেশন ডিলারদের, পরিশোধে রাজি অর্থ দফতর - অর্থ দফতর

Ration Dealers: বাম আমলে কমিশন বাবদ সরকারের কাছে প্রায় 200 কোটি পাবেন রেশন ডিলাররা ৷ খাদ্য দফতর সূত্রে খবর, ডিলারদের বকেয়া টাকা দিতে খাদ্যমন্ত্রী বৈঠক সেরেছেন। রাজ্যের অর্থ দফতর সেই টাকা দিতে রাজিও হয়েছে। বকেয়া টাকা পেতে ডিলাররা সঠিক নথি জমা করলেই পেমেন্ট পেয়ে যাবেন।

রেশন ডিলারদের পরিশোধে রাজি অর্থ দফতর
Ration Dealers

By ETV Bharat Bangla Team

Published : Dec 4, 2023, 7:06 PM IST

কলকাতা, 4 ডিসেম্বর: রাজ্যের রেশন ডিলাররা কমিশন বাবদ সরকারের কাছে প্রায় 200 কোটি পাবে। ইতিমধ্যে, এই বকেয়া আদায়ে রাজ্য সরকার তথা রাজ্যের বর্তমান খাদ্যমন্ত্রী রথীন ঘোষের কাছে দরবার করেছেন বাংলার রেশন ডিলারদের অন্যতম সংগঠন ওয়েস্ট বেঙ্গল এমআর ডিলার অ্যাসোসিয়েশন। তাদের দাবি, বকেয়া বিপুল টাকা আদায়-সহ একাধিক দাবিতে খাদ্যমন্ত্রী রথীন ঘোষের কাছে চিঠি করা হয়েছে। বৈঠকও হয়েছে। মন্ত্রী রেশন ডিলারদের সমস্যা ও দাবিগুলো শুনেছেন। দ্রুত ওই বকেয়া টাকা পাওয়ার আশ্বাস দিয়েছেন।

সরকারি টালবাহানা এবং রেশন ডিলারদের নিজেদের গাফিলতির কারণেই এই বিপুল টাকা বকেয়া রয়েছে বলে সূত্রের দাবি। মূলত, বাম আমল তথা 2000 থেকে 2011 সাল পর্যন্ত ওই বিপুল টাকা বকেয়া রয়েছে। ওয়েস্ট বেঙ্গল এমআর ডিলার অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক হাজি হাসান উল্লাহ লস্কর বলেন, "2000 থেকে 2011 সাল পর্যন্ত অন্ত্যদ্বয় রেশন গ্রাহকদের জন্য বরাদ্দ রেশনের সামগ্রীর কমিশন আমরা আজও পায়নি। মূলত, কুইন্টাল পিছু 50 টাকা কমিশন বরাদ্দ হয়েছিল। তারমধ্যে, কুইন্টাল পিছু 20 টাকা রেশন ডিস্ট্রিবিউটররা পেয়ে গিয়েছেন। বাকি, 30 টাকা আমরা পাব। সব মিলিয়ে টাকার অঙ্ক প্রায় 200 কোটি টাকা হবে।"

রেশন ডিলারদের পরিশোধে রাজি অর্থ দফতর

ডিস্ট্রিবিউটররা বরাদ্দ কমিশন পেয়ে গেলেও রেশন ডিলাররা কেন পায়নি? এই প্রশ্নের উত্তরে হাজি হাসান উল্লাহ লস্কর বলেন, "আমাদের টাকা না-পাওয়ার অনেক কারণের মধ্যে অন্যতম হল গাফিলতি। রেশন ডিলারদেরই গাফিলতি। কারণ, অধিকাংশ রেশন ডিলাররা কমিশনের টাকা পেতে বিল জমা করেনি। বিল জমা না-করলে সরকার টাকা দেবে কেন?" শুধু বাম আমল নয়! বর্তমান শাসকদল তৃণমূল সরকারের আমলেও রেশন ডিলারদের কমিশনের টাকা বকেয়া রয়েছে। 2019 সালে 16 টাকা করে এরিয়ার হয়েছে। তিন বছর পেরোলেও সেই টাকা বকেয়া আছে।

সব মিলিয়ে ওয়েস্ট বেঙ্গল এমআর ডিলার অ্যাসোসিয়েশনের তরফে খাদ্যমন্ত্রীর কাছে জানানো হয়েছে, 2000 থেকে 2019 সাল পর্যন্ত এপিএল বিপিএল এবং এএওয়াই ও এপি প্রকল্পের ডিলারদের কমিশন ও পরিবহণ খরচ বকেয়া রয়েছে। দ্রুত সেই বকেয়া টাকা পরিশোধ করা হোক। রাজ্য খাদ্য দফতর সূত্রে খবর, ডিলারদের বকেয়া টাকা দিতে খাদ্যমন্ত্রী বৈঠক সেরেছেন। রাজ্যের অর্থ দফতর সেই টাকা দিতে রাজিও হয়েছে। বকেয়া টাকা পেতে ডিলাররা সঠিক নথি জমা করলেই পেমেন্ট পেয়ে যাবেন।

আরও পড়ুন:

  1. দুর্নীতি মুক্ত রেশন বন্টন চাই, দাবিতে 1 ডিসেম্বর থেকে লাগাতার ধর্মঘটের হুঁশিয়ারি ডিলারদের
  2. ভুয়ো রেশন কার্ডে ছয়লাপ, চলতি বছরে মালদায় বাতিল 13 হাজার
  3. দেশজোড়া ধর্মঘটে অংশ নিচ্ছে না বাংলার রেশন ডিলাররা, চালু থাকবে পিএমজিকেএওয়াই পরিষেবা

ABOUT THE AUTHOR

...view details