পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পাখির চোখ পৌরভোট, চেয়ারম্যানদের সঙ্গে আগামীকাল বৈঠক ফিরহাদের - Fihad Hakim will held a meeting with Municipal Chairmans

সব ঠিক থাকলে এপ্রিলের প্রথম সপ্তাহেই হতে চলেছে কলকাতা পৌরনিগমের নির্বাচন । রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে চলছে এমনই জল্পনা । সেক্ষেত্রে আইনগত কোনও বাধা নেই । রীতি অনুযায়ী ভোটের দিনক্ষণের ব্যাপারে রাজ্য সরকারের কাছ থেকে কোনও লিখিত চিঠি অবশ্য নির্বাচন কমিশন পায়নি । তবে কমিশন ভোটগ্রহণের প্রস্তুতি শুরু করে দিয়েছে পুরোদমে ।

Fihad Hakim
ফিরহাদ

By

Published : Jan 27, 2020, 9:34 PM IST

কলকাতা, 27 জানুয়ারি : পৌরভোটের বাকি আর কয়েক মাস । রাজ্যের একাধিক পৌরসভা এবং পৌরনিগমের কাজ নিয়ে মানুষের অভিযোগ রয়েছে । সেইসব অভিযোগ কানে পৌঁছেছে পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের । তাই আগামীকাল রাজ্যের একাধিক পৌরসভা এবং পৌরনিগমের চেয়ারম্যানদের এবং মেয়রকে বৈঠকে ডেকেছেন তিনি । নগরোন্নয়ন ভবনে হবে সেই বৈঠক ।

সব ঠিক থাকলে এপ্রিলের প্রথম সপ্তাহেই হতে চলেছে কলকাতা পৌরনিগমের নির্বাচন । রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে চলছে এমনই জল্পনা । সেক্ষেত্রে আইনগত কোনও বাধা নেই । রীতি অনুযায়ী ভোটের দিনক্ষণের ব্যাপারে রাজ্য সরকারের কাছ থেকে কোনও লিখিত চিঠি অবশ্য নির্বাচন কমিশন পায়নি । তবে কমিশন ভোটগ্রহণের প্রস্তুতি শুরু করে দিয়েছে পুরোদমে । এই মুহূর্তে 93 টি পৌরসভা এবং পৌরনিগমের আসন সংরক্ষণের তালিকা চূড়ান্ত করার কাজ চলছে । ইতিমধ্যেই 17টি পৌরসভা এবং পৌরনিগমে সে কাজ সম্পন্ন হয়েছে । কলকাতা-সহ 93 টি পৌরসভা এবং পৌর নিগমের আসন সংরক্ষণের খসড়া তালিকা 17 জানুয়ারি প্রকাশিত হয়েছে । নিয়ম অনুযায়ী ওইদিন থেকে 10 সপ্তাহ পরে ভোট নিতে কোনও অসুবিধা নেই । অর্থাৎ 27 মার্চের পরে যে কোনও দিন নির্বাচন করা যেতে পারে । সেই সূত্রেই শোনা যাচ্ছে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে কলকাতা পৌরনিগমের নির্বাচন ।

সূত্রের খবর, পৌরমন্ত্রীর কাছে যে অভিযোগগুলি এসে পৌঁছেছে তার মধ্যে রয়েছে পরিস্রুত পানীয় জল এবং নিকাশি সংক্রান্ত বেশ কিছু বিষয় । বেশ কয়েকটি পৌরসভায় ওই কাজে খামতি রয়েছে । আর তা নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ আছে । পাশাপাশি কাটমানি সংক্রান্ত অভিযোগও রয়েছে । একটি পৌরসভার ক্ষেত্রে আবার চেয়ারম্যান নিজেই তৈরি করে ফেলেছেন একটি রিলিফ ফান্ড । আর সেটা নিয়ে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ পেয়েছেন মন্ত্রী । এই সবকটি বিষয় নিয়ে কথা বলতে চেয়ারম্যানদের ডেকেছেন ফিরহাদ । 35 টি পৌরসভা শৌচালয় তৈরির ক্ষেত্রে পিছিয়ে রয়েছে । ফলে মার্চের মধ্যে সব বকেয়া কাজ শেষ করার নির্দেশ ফিরহাদ আগামীকাল দিতে পারেন বলে জানা যাচ্ছে । পাশাপাশি মানুষের ক্ষোভ প্রশমনের জন্য আর কী কী করা উচিত সে বিষয়েও বৈঠকে কথা হতে পারে ।

ABOUT THE AUTHOR

...view details