কলকাতা, 16 সেপ্টেম্বর: দুই কাউন্সিলরের হাতাহাতিতে উত্তাল হয়ে উঠল কলকাতা পৌরনিগমের মাসিক অধিবেশন ৷ চেয়ারপার্সন মালা রায় এবং মেয়র ফিরহাদ হাকিমের মন্তব্যের প্রতিবাদকে কেন্দ্র করে ঝামেলা শুরু হয় ৷ যেখানে বিজেপি কাউন্সিলর সজল ঘোষ এবং তৃণমূল কাউন্সিলর অসীম বসু একে অপরের গায়ে হাত তোলেন বলে অভিযোগ ৷ এই ঘটনার জেরে সাময়িকভাবে কেএমসি-র মাসিক অধিবেশন মুলতুবি করে দেন চেয়ারপার্সন মালা রায় ৷ পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ফের অধিবেশন শুরু হয়েছে ৷
এ দিনের এই ঝামেলার সূত্রপাত হয়, চেয়ারপার্সন মালা রায়ের মন্তব্যকে কেন্দ্র করে ৷ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে বিরোধীদের তরফে কোনও প্রশ্ন, এমনকি প্রস্তাব কিছুই রাখা হয়নি ৷ যা নিয়ে চেয়ারপার্সন বলেন, ‘‘আশ্চর্য বিরোধী পক্ষের অধিবেশনে কোনও প্রশ্ন নেই !’’ যার জবাবে পালটা মেয়র ফিরহাদ হাকিম কিছুটা ব্যঙ্গের সুরেই বলেন, ‘‘বিরোধী বেঞ্চের এমনই অবস্থা যে, আমাদের কাউন্সিলরদের সেখানে বসিয়ে প্রশ্ন করাতে হচ্ছে ৷’’ অভিযোগ এর পরেই পরিস্থিতি সরগরম হয়ে ওঠে ৷
মেয়র এবং চেয়ারপার্সনের বক্তব্যের প্রতিবাদ করেন, 50 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সজল ঘোষ ৷ তিনি চেয়ারপার্সনের উদ্দেশ্যে প্রশ্ন করেন, ‘‘প্রশ্ন বা প্রস্তাব রেখে কী হবে ? এখানে বিরোধীদের কথার কোনও গুরুত্ব আছে ?’’ যার জবাবে কিছুটা ক্ষুব্ধ হয়েই চেয়ারপার্সন মালা রায় বলেন, ‘‘আপনি আমাকে বিরোধিতা শেখাবেন না ৷ ওই বিরোধী চেয়ারে আমিও বসেছি ৷ সেখানে বসে কীভাবে কাজ করতে হয় জানি ৷ আপনার থেকে সেটা শিখব না ৷’’