কলকাতা, 23 অগাস্ট : 56 হাজার স্মার্ট LED স্ট্রিটলাইট লাগানো হবে রাজ্যের বিভিন্ন জেলায় । গতকাল একথা ঘোষণা করেন পৌর ও নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম । তিনি জানান, এই আলোগুলি দেবে এনার্জি এফিসিয়েন্সি সার্ভিসেস লিমিটেড (ECL) । এই সংস্থা ভারত সরকারের শক্তি মন্ত্রকের অধীনস্থ রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির একটি যৌথ উদ্যোগ ।
রাজ্য সরকারের সবুজ অঙ্গ মিশনের অধীনে LED স্ট্রিটলাইট লাগানোর এই কর্মসূচি নেওয়া হয়েছে । এই আলোগুলি বাঁকুড়া, বেলডাঙা, বজবজ ও খড়দায় লাগানো হবে । ECL-এর তরফে জানানো হয়েছে, 60 হাজার LED লাইট বছরে 8500 মেট্রিকটন কার্বন নিঃসরণ কমাবে এবং 12.2 মিলিয়ন বিদ্যুতের ইউনিট বাঁচাবে । শুধু তাই নয়, এই আলোগুলিকে একটি ওয়েব ভিত্তিক নজরদারি ব্যবস্থার সঙ্গে জুড়ে দেবে ECL । যার ফলে আলোগুলিতে দূর থেকে নজরদারি করা যাবে । কমানো যাবে আলো জ্বালানোর অতিরিক্ত খরচ । নজরদারি চালানোর জন্য ULB-গুলিতে সেন্ট্রালাইজ়ড কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সিস্টেম উইথ GIS ম্যাপিং ব্যবস্থা বসানো হবে । বেলডাঙাতে এই কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে । পাশাপাশি কলকাতা ও বিধাননগর পৌরনিগম এলাকায় প্রায় 1 লাখ স্মার্ট LED আলোয় নতুন পার্টস লাগানোর কথাও ঘোষণা করেন ফিরহাদ ।