কলকাতা, 30 নভেম্বর : প্রায় সাড়ে সাত মাস পর আবার শুরু হয়েছে লোকাল ট্রেন পরিষেবা । তবে, যাত্রীদের সুবিধার জন্য প্রথমে শ্রমিক স্পেশাল ও তারপর স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয় রেল কর্তৃপক্ষ । এরপর শুরু হয় ফেস্টিভ্যাল স্পেশাল ট্রেনও । এবার তাই যাত্রী ভিড় সামাল দিতে পূর্ব রেলের তরফে আবারও কয়েকটি ফেস্টিভ্যাল স্পেশালের মেয়াদ বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হল ।
একনজরে ফেস্টিভ্যাল স্পেশালগুলির তালিকা :
* 02305 রাজেন্দ্রনগর - হাওড়া - রাজেন্দ্রনগর ফেস্টিভ্যাল স্পেশাল ; 02351 হাওড়া - রাজেন্দ্রনগর ফেস্টিভ্যাল স্পেশাল
*02988 আজমেঢ় - শিয়ালদা - আজমেঢ় ফেস্টিভ্যাল স্পেশাল ; 02987 শিয়ালদা - আজমেঢ় ফেস্টিভ্যাল স্পেশাল
*02495 বিকানের - কলকাতা ফেস্টিভ্যাল স্পেশাল ; 02496 কলকাতা - বিকানের ফেস্টিভ্যাল স্পেশাল
*05050 গোরক্ষপুর - কলকাতা ; 05049 কলকাতা - গোরক্ষপুর
*05048 গোরক্ষপুর - কলকাতা ; 05047 কলকাতা - গোরক্ষপুর
বাড়ানো হল আরও কয়েকটি ফেস্টিভ্যাল স্পেশাল ট্রেনের সময়সীমা - Kolkata festive special train
যাত্রী সুবিধার্থে ও ভিড় সামাল দিতে আরও কয়েকটি ফেস্টিভ্যাল স্পেশাল ট্রেনের সময়সীমা বৃদ্ধি করল পূর্ব রেল ।
![বাড়ানো হল আরও কয়েকটি ফেস্টিভ্যাল স্পেশাল ট্রেনের সময়সীমা kolkata](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-9709735-891-9709735-1606699263806.jpg)
কলকাতা
*05052 গোরক্ষপুর - কলকাতা ; 05051 কলকাতা - গোরক্ষপুর।