কলকাতা, 19 অক্টোবর:প্রকৃতির খামখেয়ালিপনায় এবছর খরিফ মরশুমে ভুগতে হয়েছে বাংলার কৃষকদের । 100 শতাংশ জমিতে কৃষিকাজ সম্ভব হয়নি এবছর । এই অবস্থায় মড়ার ওপর খাঁড়ার ঘায়ের মত কাজ করেছে সারের দাম বৃদ্ধি । তাই রবি চাষের মরশুম শুরুর আগেই কৃষকরা যাতে সরকার নির্ধারিত সহায়ক মূল্যে সার কিনতে পারে তা নিশ্চিত করতে এদিন নবান্ন বৈঠক করেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ।
সম্প্রতি মন্ত্রী জানিয়েছিলেন, সারের দাম বৃদ্ধি নিয়ে তিনি শীঘ্রই ডিলার এবং উৎপাদকদের সঙ্গে বৈঠক করবেন । সেইমতো বুধবার নবান্নে বৈঠক করলেন শোভনদেব চট্টোপাধ্যায় । এদিনের এই বৈঠকে সার উৎপাদন সংস্থাগুলি ছাড়াও উপস্থিত ছিলেন ডিলারদের প্রতিনিধিরাও । সেখানে মন্ত্রীর স্পষ্ট বার্তা, সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে যাতে কৃষকরা সার পায়, তার ব্যবস্থা করতে হবে ।
এদিন এই বৈঠকে কেন্দ্রীয় রেলমন্ত্রকের (Ministry of Railways) অসহযোগিতার কথাও উঠে আসে । ডিলারদের তরফ থেকে বলা হয়, দিল্লির তরফে সার পরিবহনের জন্য রেলের রেক দেওয়ার কথা থাকলেও তা না-মেলায় পরিবহণ খরচ বেড়ে যাচ্ছে । এর প্রভাব পড়ছে সারের দামে । এক্ষেত্রে মন্ত্রী জানিয়েছেন, এই বিষয়টি কেন্দ্রীয় রেলমন্ত্রকের সঙ্গে কথা বলে ঠিক করতে হবে । এর জন্য সাধারণ কৃষকদের ভুগতে হবে তা রাজ্য সরকার মেনে নেবে না । প্রয়োজনে রাজ্য এই নিয়ে কেন্দ্রের সঙ্গে কথা বলতে পারে । তবে কোনওভাবেই সাধারণ কৃষকদের ওপর বাড়তি চাপ দেওয়া যাবে না ।