পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bengal Recruitment Scam: মহিলা চাকরি প্রার্থীকে কামড়ে দিল পুলিশ ! টেট-বিক্ষোভে নজিরবিহীন ঘটনা

2014 সালের টেট (TET) উত্তীর্ণ চাকরি প্রার্থীরা বুধবার কলকাতার এক্সাইড মোড়ে বিক্ষোভ দেখান ৷ সেখানে এক আন্দোলনকারীকে কামড়ে দেওয়ার অভিযোগ উঠেছে ৷

female-cop-bite-job-aspirant-in-a-bizarre-incident-at-protest-site-at-exide-junction
Bengal Recruitment Scam: মহিলা চাকরি প্রার্থীকে কামড়ে দিল পুলিশ ! চাকরি প্রার্থীদের বিক্ষোভে নজিরবিহীন ঘটনা

By

Published : Nov 9, 2022, 7:48 PM IST

Updated : Nov 9, 2022, 8:27 PM IST

কলকাতা, 9 নভেম্বর: 2014 সালের টেট (TET) উত্তীর্ণ চাকরি প্রার্থীদের বিক্ষোভের মাঝে এক মহিলাকে কামড়ে দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে । কলকাতার এক্সাইড মোড়ের বিক্ষোভে (Agitation) নজিরবিহীন ঘটনা ঘটে বলে অভিযোগ ।

ওই চাকরী প্রার্থীর নাম অরুণিমা পাল ৷ তিনি উত্তর 24 পরগনার বাসিন্দা ৷ নিগৃহীত ওই চাকরি প্রার্থী বলেন, "আমরা যখন বিক্ষোভ দেখাচ্ছিলাম, তখন পুলিশ দৌড়ে এসে আমাদের কামড়াতে শুরু করে । কারণ, তার কাছে কোনও লাঠি বা অস্ত্র ছিল না । যে পুলিশ সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়ার কথা, তারাই আমাদের কামড়ালো ।’’

তাঁর আরও দাবি, ‘‘এছাড়াও শরীরের একাধিক জায়গায় আঘাত করেছে । যা ভাষায় প্রকাশ করা যায় না ।" ওই পুলিশ কর্মীর বিরুদ্ধে কোনও আইনত ব্যবস্থা গ্রহণ করবেন কি না প্রশ্ন করতেই, অরুণিমা পাল বলেন, "ইচ্ছে থাকলেও উপায় নেই । কারণ, যে পুলিশ এতটা নির্মম ভাবে আক্রমণ করতে পারে । তাদের বিরুদ্ধে তাদের কাছে অভিযোগ করলে কোনও সুরাহা হবে না বলেই মনে করি ।"

2014 সালের টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের বিক্ষোভ

বুধবার সকাল থেকেই 2014 সালের টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের সঙ্গে কলকাতা পুলিশের (Kolkata Police) 'লুকোচুরি’ খেলা চলছিল । শিয়ালদহ স্টেশন-সহ একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে কাউকে আটক করা হয়, তো কাউকে ধমক দিয়ে ফেরত পাঠানো হয় পুলিশের তরফে । তারপরও চাকরি প্রার্থীদের বিক্ষোভ কর্মসূচি বানচাল করতে ব্যর্থ হয় কলকাতা পুলিশ । ধরপাকড়ের খবর পেয়ে বিক্ষোভ কর্মসূচির রুট ও জায়গা পরিবর্তন করা হয় ।

চাকরি প্রার্থীদের থেকে জানা গিয়েছে, 50-60 শব্দের হোয়াটস অ্যাপ বার্তায়-সহ যোদ্ধাদের খবর পাঠানো হয়, "আজ আমাদের জমায়েত এক্সাইড মোড়ে হবে । আমরা সবাই 15 মিনিটের মধ্যে এক্সাইড মোড়ে পৌঁছে যাচ্ছি । কেউ যদি বাইরে থাকো গাড়ি ধরে বা মেট্রো ধরে কুইক (দ্রুত) রবীন্দ্র সদন বা এক্সাইড মোড়ে চলে আসো ।"

এই বার্তার আধ ঘণ্টার মধ্যে অবরুদ্ধ হয়ে যায় রবীন্দ্রসদন চত্বর । কয়েকশো চাকরি প্রার্থী রাস্তায় বসে পড়ে দ্রুত নিয়োগের দাবিতে স্লোগান দিতে থাকেন । কলকাতা পুলিশের বিশেষ বাহিনী প্রিজন ভ্যানে তুলতে থাকেন তাঁদের । তা দেখে সহযোদ্ধারা অনেকেই প্রিজন ভ্যানের নিচে, ভ্যানের সামনে শুয়ে পড়েন । টেনে তাঁদের বের করার চেষ্টা করে কলকাতা পুলিশ ।

অভিযোগ, পুলিশের সঙ্গে চাকরি প্রার্থীদের এই খণ্ডযুদ্ধের মধ্যে দু’জন বিক্ষোভকারী গুরুতর অসুস্থ হয়ে পড়েন । রক্তাক্ত হওয়ার ছবিও ধরা পড়ে । এসবের মাঝে চাকরি প্রার্থীদের কামড়ে দিচ্ছেন পুলিশকর্মী । এমনও অভিযোগ ওঠে ৷ যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত পুলিশের কোনও বক্তব্য মেলেনি ৷

পরে এই নিয়ে টুইট করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ তিনি এই ঘটনায় পুলিশের ভূমিকার কড়া সমালোচনা করেন ৷

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর টুইট

আরও পড়ুন:আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের পাশে থাকার বার্তা তৃতীয় লিঙ্গের মানুষদের

Last Updated : Nov 9, 2022, 8:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details