কলকাতা, 9 নভেম্বর: 2014 সালের টেট (TET) উত্তীর্ণ চাকরি প্রার্থীদের বিক্ষোভের মাঝে এক মহিলাকে কামড়ে দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে । কলকাতার এক্সাইড মোড়ের বিক্ষোভে (Agitation) নজিরবিহীন ঘটনা ঘটে বলে অভিযোগ ।
ওই চাকরী প্রার্থীর নাম অরুণিমা পাল ৷ তিনি উত্তর 24 পরগনার বাসিন্দা ৷ নিগৃহীত ওই চাকরি প্রার্থী বলেন, "আমরা যখন বিক্ষোভ দেখাচ্ছিলাম, তখন পুলিশ দৌড়ে এসে আমাদের কামড়াতে শুরু করে । কারণ, তার কাছে কোনও লাঠি বা অস্ত্র ছিল না । যে পুলিশ সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়ার কথা, তারাই আমাদের কামড়ালো ।’’
তাঁর আরও দাবি, ‘‘এছাড়াও শরীরের একাধিক জায়গায় আঘাত করেছে । যা ভাষায় প্রকাশ করা যায় না ।" ওই পুলিশ কর্মীর বিরুদ্ধে কোনও আইনত ব্যবস্থা গ্রহণ করবেন কি না প্রশ্ন করতেই, অরুণিমা পাল বলেন, "ইচ্ছে থাকলেও উপায় নেই । কারণ, যে পুলিশ এতটা নির্মম ভাবে আক্রমণ করতে পারে । তাদের বিরুদ্ধে তাদের কাছে অভিযোগ করলে কোনও সুরাহা হবে না বলেই মনে করি ।"
বুধবার সকাল থেকেই 2014 সালের টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের সঙ্গে কলকাতা পুলিশের (Kolkata Police) 'লুকোচুরি’ খেলা চলছিল । শিয়ালদহ স্টেশন-সহ একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে কাউকে আটক করা হয়, তো কাউকে ধমক দিয়ে ফেরত পাঠানো হয় পুলিশের তরফে । তারপরও চাকরি প্রার্থীদের বিক্ষোভ কর্মসূচি বানচাল করতে ব্যর্থ হয় কলকাতা পুলিশ । ধরপাকড়ের খবর পেয়ে বিক্ষোভ কর্মসূচির রুট ও জায়গা পরিবর্তন করা হয় ।