কলকাতা, 21জুলাই : কলকাতাসহ সারা রাজ্যেজুড়েইপ্রায় প্রতিদিন কোনও না কোনও বেসরকারি স্কুলের সামনে বিক্ষোভ দেখাচ্ছে অভিভাবকরা।দাবি,টিউশন ফিছাড়া অন্যান্য অযৌক্তিক ফি মকুব করা হোক। এবার লকডাউন চলাকালীন সময়ে স্কুল যেসকল পরিষেবা দেয়নি সেই সকল খাতে ফি না নিতে পরামর্শ দিয়ে সংশ্লিষ্ট স্কুলগুলিকেচিঠি পাঠাল স্কুল শিক্ষা দপ্তর ।
অব্যবহৃত পরিষেবা খাতে নেওয়া যাবে না ফি, বেসরকারি স্কুলে চিঠি স্কুল শিক্ষা দপ্তরের - স্কুল শিক্ষা দপ্তর
লকডাউনের সময় অব্যবহৃত খাতে ফি নেওয়া যাবে না । বেসরকারি স্কুলগুলোতে এমনটাই চিঠি দিল স্কুল শিক্ষা দপ্তর।
ওইচিঠিতে বলা হয়েছে, 10এবং22এপ্রিলবর্তমান শিক্ষাবর্ষে ফি বৃদ্ধি না করতে এবং দেরিতে পেমেন্টের বিষয়টি সহানুভূতিরসঙ্গে বিবেচনা করতে আবেদন জানান হয়।26এবং18জুন চিঠি পাঠিয়ে বিষয়টি কেন্দ্রীয়সরকারের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক এবং বোর্ড ও কাউন্সিলের নজরে আনা হয়। কিন্তু,তারপরেও বেশিরভাগ স্কুল রাজ্য সরকারেরএই আবেদনের প্রেক্ষিতে সদর্থক পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ। বিষয়টি রাজ্য সরকারেরউচ্চ মহলে গুরুত্ব দিয়ে দেখা হয়েছে।
চিঠিতেস্কুলগুলিকে আরও পরামর্শ দেওয়া হয়েছে, 2020-21শিক্ষাবর্ষে টিউশন ফিসহ কোনও ফিবৃদ্ধি না করতে । সহানুভূতির সঙ্গে দেরিতে ফি জমা করার বিষয়টি দেখতে । বর্তমানশিক্ষাবর্ষে কোনও নতুন ফি বৃদ্ধি করা উচিত নয়। লকডাউনের চলাকালীন সময়ে আর্থিকসংকটের কারণে কোনও পড়ুয়া ফি জমা দিতে না পারলে তাকে অনলাইন ক্লাস সহ অন্য কোনওপরিষেবা থেকে বঞ্চিত করা যাবে না।