কলকাতা, 13 নভেম্বর: 3 বছরের শিশুকে খুনের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধেই ! সেই সঙ্গে অপরাধ ঢাকতে তথ্যপ্রমাণ লোপাট-সহ নানা অপরাধেও অভিযুক্ত ওই ব্যক্তি ৷ হাড়হিম করা ঘটনাটি ঘটেছে খাস কলকাতার আনন্দপুর থানা এলাকায় (Father Accused of Murdering Three Years Old Child in Kolkata) ৷ অভিযুক্ত বিজয় বড়ালকে টানা 11 ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করেছে পুলিশ ৷
পুলিশ সূত্রে খবর, আনন্দপুরের বাসিন্দা বিজয় বড়াল গত রবিবার বাড়িতে বসেই মদ্যপান করছিলেন ৷ সেই সময় 3 বছরের ছেলে রোহন শৌচালায় যাবার কথা বলে ৷ মেজাজ হারিয়ে তিনি রোহনকে শৌচালয়ে নিয়ে গিয়ে ধাক্কা দেন ৷ যার জেরে সে শৌচালয়ের মেঝেতে পড়ে যায় ৷ এর পর রোহনকে ডাকাডাকি করলেও, সে কোনও উত্তর দেয় না ৷ রোহনকে তুলতেই বিজয় দেখেন, ছেলের মাথা ফেটে গিয়েছে এবং সেখান থেকে রক্তক্ষরণ হচ্ছে ৷
অভিযোগ পরিস্থিতি বেগতিক দেখে, একরত্তিকে শৌচালয়ে আহত ও সংজ্ঞাহীন অবস্থায় ফেলে রেখে ফ্ল্যাটের দরজায় বাইরে থেকে তালা মেরে বেরিয়ে যান ৷ সেই সময় রোহনের মা বাড়িতে ছিলেন না ৷ প্রায় 3 ঘণ্টা পরে বিজয় বাড়ি ফেরেন ৷ আর সঙ্গে সঙ্গে শৌচালয়ে যান ৷ অভিযোগ, বাড়িতে ফিরেই আগে তিনি প্রমাণ লোপাট করেছিলেন ৷ তার পর প্রতিবেশীদের চিৎকার করে জড়ো করেন ৷ ফোন করেন স্ত্রীকেও ৷ সবাইকে তিনি জানান, রোহন শৌচালয়ে জলের বালতিতে পড়ে মারা গিয়েছে ৷ খবর দেওয়া হয় আনন্দপুর থানায় ৷