কলকাতা, 3 ডিসেম্বর: বড়দিনের আগেই চালু হতে পারে জোকা-তারাতলা মেট্রো (Joka-Taratala Metro) । পরিষেবা শুরু হওয়ার আগেই কলকাতা মেট্রোর তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে ওই রুটে ভাড়ার তালিকা প্রকাশ করা হল (Fare chart published ) । স্বাভাবিকভাবেই এর থেকে ইঙ্গিত মিলছে যে অপেক্ষা আর মাত্র কয়েকদিনের ৷ তারপরেই ওই অংশে বাণিজ্যিকভাবে পরিষেবা শুরু হয়ে যাবে । আর জোকা তারাতলা রুটের মেট্রো চালু হলে বেহালা অঞ্চলের যানজট এড়িয়ে খুব সহজেই তারাতলা পর্যন্ত পৌঁছে যাবেন এলাকাবাসীরা ।
বিজ্ঞপ্তি অনুসারে এই রুটে সর্বনিম্ন ভাড়া হবে পাঁচ টাকা ৷ আর সর্বোচ্চ 20 টাকা । জোকা থেকে তারাতলা মধ্যে পড়বে 4টি স্টেশন - ঠাকুরপুকুর, সখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার এবং তারাতলা । জোকা থেকে ঠাকুরপুকুর পর্যন্ত মেট্রোর ভাড়া 5 টাকা। বেহালা চৌরাস্তা পর্যন্ত ভাড়া 10 টাকা । তারাতলা পর্যন্ত ভাড়া হবে 20 টাকা । টিকিটের পাশাপাশি থাকছে স্মার্ট কার্ডের ব্যবস্থাও । 250 টাকা মূল্যের স্মার্ট কার্ড কিনে তিন দিন যতবার ইচ্ছে চড়া যাবে মেট্রোয় । এছাড়া 550 টাকার স্মার্ট কার্ড কিনলে পাঁচ দিন যতবার ইচ্ছে চড়া যাবে মেট্রোয় ।