কলকাতা, 5 সেপ্টেম্বর: এ বার ভোট পরবর্তী হিংসার মামলায় (Post Poll Violence Case) পুলিশের বিরুদ্ধে উঠে এল সাদা কাগজে সই করানোর অভিযোগ । কলকাতা পুলিশের দু'জন সাব-ইনস্পেক্টরের বিরুদ্ধে এই অভিযোগ আনল কাঁকুড়্গাছির মৃত বিজেপি সমর্থক অভিজিৎ সরকারের পরিবার (BJP Supporter's Family)।
সিবিআই (CBI) সূত্রে খবর, অভিজিৎ সরকারের (Abhijit Sarkar) মৃত্যুর পর কলকাতা পুলিশের তরফে তাঁদের পরিবারকে একটি সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয় । প্রশ্ন উঠেছে কেন পুলিশ নিজেদের তদন্ত না-চালিয়ে, সাদা কাগজে সই করালো ? তদন্তের ক্ষেত্রে কি মৃতের পরিবার কিংবা অন্য কারওকে দিয়ে পুলিশ সাদা কাগজে সই করাতে পারে ?
এই ঘটনায় এ বার সিবিআইয়ের কাছে বিশেষ ভাবে লিখিত অভিযোগ দায়ের করেছে মৃত বিজেপি সমর্থকের পরিবার । তাদের দাবি, ওই দুই পুলিশ আধিকারিককে ডেকে জেরা করুক সিবিআই ।
আরও পড়ুন:Javed Akhtar Row : আরএসএস-তালিবান নিয়ে জাভেদ আখতারের মন্তব্য়ে বিতর্ক, হুমকি বিজেপি বিধায়কের