পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কুরবান শা হত্যা মামলা প্রত্যাহার করানোর চেষ্টা করা হচ্ছে , অভিযোগ দাদার - কুরবান শা

কুরবান শাহ হত্য়া মামলায় এবার হুমকি দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে৷ কুরবানের দাদা বলেন, আমরা আইনের পথে থেকে বিচার চাইছি৷ কিন্তু আমাদের হুমকি দেওয়া হচ্ছে৷ একই সঙ্গে আনিসুর রহমানের দিকে আঙুল তোলেন তিনি৷

qurban shah murder case
হাইকোর্ট

By

Published : Mar 10, 2021, 5:38 PM IST

কলকাতা, 10 মার্চ : কুরবান শা হত্য়া মামলা তুলে নেওয়ার কথা জানালেন তাঁর ভাগ্নে জহর শা৷ কিন্তু ওই মামলা চলবে বলে জানিয়েছেন কুরবানের দাদা আফজল আলিশা৷ তাঁর অভিযোগ, কুরবান শা হত্যা মামলা জোর করে প্রত্যাহার করানোর চেষ্টা করছে দুষ্কৃতীরা৷ পুরো ঘটনায় মদত দিচ্ছে রাজ্য় সরকার৷ যদিও মামলা যাতে প্রত্যাহার করা না হয় সেই আর্জিতে এর আগে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন কুরবান শার জহর।

আজ কলকাতা আদালতে কুরবানের দাদা বলেন, " আমরা দূরে থাকি বলে জহর শার নামে মামলা করা হয়েছিল। কিন্তু ওর পরিবারের লোকজনকে নাকি লোকজনকে নাকি হুমকি দেওয়া হয়েছে মেরে ফেলার ।তাই সে মামলা তুলে নিতে চাইছে।" একইসঙ্গে তিনি জানান, "এখন আমি কলকাতা হাইকোর্টে কুরবান শার বড় দাদা হিসাবে মামলা লড়তে চাই। আমরা চাইছি আমাদের ভাই চলে গেছে আমরা তার বিচার চাইছি। অথচ রাজ্য সরকার মামলা প্রত্যাহার করানোর চেষ্টা করছে।"

আরও পড়ুন-ছাড়া পেয়েও হাইকোর্টের নির্দেশে ফের আটক আনিসুর রহমান

আনিসুর রহমানের দিকে আঙুল তুলে মমতা বন্দ্য়োপাধ্য়ায়কেও কাঠগড়ায় তোলেন আফজল৷ সরাসরি আনিসুরকে খুনি বলে তিনি প্রশ্ন তোলেন, "মুখ্যমন্ত্রী নাকি বলেছেন আনিসুর রহমান ভালো লোক। আমার ভাইয়ের খুনি কি করে ভাল লোক হয়ে যায়৷" একই সঙ্গে তিনি বলেন, "আমরা আইনের পথে থেকে বিচার চাইছি তাও বিচার পাব না ! এটা দুর্ভাগ্যের ব্যাপার ৷ এক সময় যে ছিল ভিলেন সে হয়ে গেল হিরো। আর আমরা এখন হয়ে হয়ে যাচ্ছি ভিলেন।" মুখ্য়মন্ত্রীর কাছে বিচার পাওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি ৷

প্রসঙ্গত গত 26 ফেব্রুয়ারি রাজ্য সরকার আনিসুর রহমানের বিরুদ্ধে থাকা খুনের মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় এবং সেই অনুযায়ী বিজ্ঞপ্তিও জারি করে ৷ তারপর তমলুক আদালত রাজ্যের সেই আবেদন মঞ্জুর করে। 2ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্ট বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য রাজ্যের ওই বিজ্ঞপ্তি এবং সেশন আদালতের নির্দেশ সমস্ত টাই খারিজ করে দেন। পাশাপাশি তিনি নির্দেশে জানান অভিযুক্ত আনিসুর রহমানকে যদি ইতিমধ্যে ছেড়ে দেওয়া হয় তাকে যেন পুলিশ পুনরায় গ্রেফতার করে। হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের এই নির্দেশের বিরুদ্ধে পরদিন সকালেই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা করে আনিসুর রহমান। সেই মামলাটির আজ শুনানি ছিল প্রধান বিচারপতির টিবিএন রাধাকৃষ্ণাণ ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে। কিন্তু কলকাতা হাইকোর্টে মূল মামলাটি দায়ের করেছিলেন যে ব্যক্তি সেই জহর শা আজ মামলাটি প্রত্যাহার করে নেওয়ার আর্জি জানান। কিন্তু কোরবান সার দাদা আফজাল আলি শা এই মামলাটি চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। আগামীকাল সকালে ফের মামলাটির শুনানি হবে।

ABOUT THE AUTHOR

...view details