পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

2 দিন আগে মৃত ছেলে, দেহ আগলে পরিবার - পাটুলিতে দেহ আগলে পরিবার

ছেলের দেহ আগলে 2-3 দিন বসে রইল পরিবার । পাটুলির ঘটনা । তদন্তে নেমেছে পুলিশ ।

পাটুলিতে দেহ আগলে বাবা-মা ও দুই দিদি
পাটুলিতে দেহ আগলে বাবা-মা ও দুই দিদি

By

Published : Mar 5, 2021, 10:17 PM IST

পাটুলি, 5 মার্চ : দিন দু'য়েক ধরে ছেলের মরদেহ ঘরেই আগলে রাখল বাবা-মা ও দুই দিদি । আজ সকালে কলকাতায় পাটুলির অশোক রাও রোড এলাকার ঘটনা । প্রথমে স্থানীয়রা দুর্গন্ধ পান । পরে ওই বাড়ি থেকে কারোর সাড়া না পেয়ে পুলিশে খবর দেওয়া হয় । পাটুলি থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে । দেহ ময়নাতদন্তের জন্য কাটাপুকুর মর্গে পাঠানো হয় ।

মৃতের নাম প্রিয়ঙ্কর রায় । পাটুলির অশোক রাও রোড এলাকায় পরিবারের সঙ্গেই থাকতেন বছর পঁয়তাল্লিশের প্রিয়ঙ্কর । স্থানীয়রা জানায়, এক দু'দিন ধরেই ওই রায় বাড়ি থেকে পচা গন্ধ পাওয়া যাচ্ছিল । বাড়িতে ডাকাডাকি করলেও সাড়া মিলছিল না। সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেওয়া হয় । ঘটনাস্থানে পাটুলি থানার পুলিশ আসে ।

আরও পড়ুন : চারদিন ধরে মৃত মায়ের দেহ আগলে ছেলে

ঘটনায় কলকাতা পুলিশের ডিসি (এসএসডি) রশিদ মুনির খান বলেন, "কিভাবে প্রিয়ঙ্করের মৃত্যু হয়েছে তা এখনও জানা যায়নি । তবে চিকিৎসকরা জানিয়েছেন, প্রিয়ঙ্করের মৃত্যু হয়েছে 2-3 দিন আগে । পরিবারের সদস্যদের কথাবার্তাও অস্বাভাবিক । তদন্ত শুরু হয়েছে ।"

ABOUT THE AUTHOR

...view details