কলকাতা, 18 সেপ্টেম্বর: কসবার রথতলায় বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল ছাত্রের রহস্যমৃত্যুর ঘটনায় পুলিশি গাফিলতির অভিযোগ এনে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল পরিবার ৷ পাশাপাশি দেহের দ্বিতীয়বার ময়নাতদন্ত করার আবেদন জানিয়েছে তারা । ছাত্রের পরিবারের অভিযোগ, ওই বেসরকারি স্কুলের তরফে সিসিটিভি ফুটেজ পরিবারের হাতে তুলে দেওয়া হচ্ছে না । এছাড়া তাদের অভিযোগ, তারা পুলিশের কাছে ছেলের দেহের ময়নাতদন্তের রিপোর্ট চেয়েছে ৷ কিন্তু তারপরেও পরিবারের হাতে ময়নাতদন্তের রিপোর্ট তুলে দিচ্ছে না পুলিশ ।
মৃত ছাত্রের পরিবারের দাবি, মাত্র 10 মিনিটের একটি সিসিটিভি ফুটেজ দেওয়া হয়েছে তাদের । অভিযোগ, স্কুলের একটি ঘরে শেষবার ওই ছাত্রকে ঢুকতে দেখা গিয়েছিল । কিন্তু সেই ঘরের কোনও সিসিটিভি ফুটেজ নেই । এছাড়া ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার জন্য পুলিশের কাছে বারবার বলেও লাভ হচ্ছে না বলে দাবি জানায় মৃত ছাত্রের পরিবারের সদস্যরা । মৃতের বাবার দাবি, ওই রিপোর্ট পাওয়ার অধিকার তাঁদের আছে ।