কলকাতা, ১৪ মে : ভয়ঙ্কর সেই দৃশ্য । এক ব্যক্তিকে চপার হাতে কোপাচ্ছে একজন । অসহায় ওই ব্যক্তিকে জাপটে ধরে আছে আরও একজন । যাতে কোনওভাবেই সে পালাতে না পারে। রক্তে ভেসে যাচ্ছে চারপাশ। এক মহিলা এলেন আক্রমণকারীকে বাধা দিতে। সেই মহিলাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে ফের শুরু হল কোপানো। হাড় হিম করা এমন একটি ভিডিয়ো নিজের টুইটার হ্যান্ডেলে পোস্ট করেছিলেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী কল্যাণ চৌবে। সঙ্গে লিখেছিলেন, "কলিগ্রামে BJP কর্মী সাগর রায়কে নৃশংসভাবে খুন করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। সাগর বুথ দখল ঠেকিয়েছিলেন।"
২৬ এপ্রিল ২০১৯ । সূত্র জানাচ্ছে, ওই দিনই ভিডিয়োটি পোস্ট করেছিলেন কল্যাণ চৌবে । ৪৫ সেকেন্ডের ভিডিয়োটি ভাইরাল হয় সোশাল মিডিয়ায়। নেটিজ়েনদের কেউ কেউ ব্যবস্থা নেওয়ার জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন করেন। পরে জানা যায়, ভিডিয়োটি পশ্চিমবঙ্গের নয়। সূত্র ও কয়েকটি সংবাদ মাধ্যমের খবর বলছে, ঘটনাটি বিহারের। চলতি বছরের ১৬ এপ্রিলের ঘটনা। ভাগলপুর জেলার গোরাধি থানার পশ্চিমতোলা গ্রামে এই খুন হয়। যাকে খুন করা হয় তার নাম সুরেশ মণ্ডল। পারিবারিক বিবাদের জেরে সুরেশকে খুন করে শিবনারায়ণ মণ্ডল ও ছোটো ভাই আশিস মণ্ডল। সম্পর্কে শিবনারায়ণ সুরেশের বাবা এবং আশিস ভাই। যে মহিলা আশিসকে বাধা দিচ্ছিল তার নাম গীতাদেবী। তদন্তে নেমে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। মদ খেয়ে গালিগালাজ করার কারণে সুরেশকে ভয়ঙ্করভাবে হত্যা করে তার ভাই এবং বাবা।