পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ফিরহাদের ভুয়ো প্রোফাইল বানিয়ে বিতর্কিত পোস্ট, গ্রেপ্তার 1 - arrest

কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে বিতর্কিত তথ্য পোস্টের অভিযোগে গ্রেপ্তার নবদ্বীপের তরুণকুমার ঘোষ ।

তরুণকুমার ঘোষ

By

Published : Jun 16, 2019, 9:51 PM IST

কলকাতা, 16 জুন : ব্যবহার করা হয়েছিল কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের ছবি । ফেসবুক অ্যাকাউন্টটিতে নামও তাঁরই । সেই অ্যাকাউন্ট থেকে দেওয়া হচ্ছিল নানা ধরনের তথ্য । বলাই বাহুল্য, সেগুলো ভুয়ো । করা হচ্ছিল বিতর্কিত সব পোস্ট । অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে কলকাতা পুলিশের লালবাজারের গোয়েন্দা বিভাগ । অবশেষে কলকাতা পুলিশ গ্রেপ্তার করল অভিযুক্তকে ।

নাম তরুণকুমার ঘোষ । বয়স 40 । ঠিকানা নদিয়ার নবদ্বীপ থানা এলাকার বুইছাড়াপাড়া । অভিযোগ, ফিরহাদ হাকিমের নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলেছিলেন তরুণ । তারপর তা থেকে পোস্ট হচ্ছিল নানা ধরনের বিতর্কিত পোস্ট । সূত্রের খবর, বিষয়টি নজরে আসে কলকাতার মেয়র ঘনিষ্ঠ একজনের । বিষয়টি জানাজানি হওয়ার পর কলকাতা পুলিশে অভিযোগ দায়ের করা হয় । সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম ব্র্যাঞ্চ । তদন্তে জানা যায়, অভিযুক্ত নবদ্বীপের তরুণ । গতরাতে নবদ্বীপ থেকে তাকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের একটি বিশেষ দল ।

লালবাজার সূত্রের খবর, আজ তাকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হয় । বিচারক 22 তারিখ পর্যন্ত পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন । ঠিক কী কারণে ওই ব্যক্তি মন্ত্রী তথা মেয়রের নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে এই ধরনের বিতর্কিত পোস্ট করছিল তা খতিয়ে দেখা হচ্ছে । যে কম্পিউটার থেকে এই ফেসবুক অ্যাকাউন্টটি অপারেট করা হত সেটি সিজ করা হয়েছে । পুলিশ জানিয়েছে, অভিযুক্ত নিজের দোষ স্বীকার করেছে ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details