কলকাতা, 25 অগস্ট : কখনও ভুয়ো সাংবাদিক, কখনও বা ভুয়ো সিবিআই তো কখনও ভুয়ো পুলিশ ৷ এহেন ঘটনা বারবারই প্রকাশ্যে উঠে এসেছে ৷ এবার গ্রেফতার ভুয়ো পুলিশকর্মী। নিজেকে কলকাতা পুলিশের আধিকারিক বলে পরিচয় দিয়ে পুলিশে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে নগদ 5 হাজার টাকা এবং একটি মোটর বাইক হাতিয়ে নেয় অভিযুক্ত।
ঘটনাটি ঘটেছে যাদবপুর থানার অন্তর্গত বিজয়গর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে যাদবপুরের বিজয়গরের বাসিন্দা এক ব্যক্তির ছেলেকে কলকাতা পুলিশে চাকরি করে দেওয়ার প্রতিশ্রুতি দেয় ৷ এরপর তাঁদের কাছ থেকে একটি মোটর বাইক ও 5 হাজার টাকা হাতিয়ে নেয় ৷ ঘটনার তদন্তে নেমে পুলিশ ওই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃতের নাম কালিপদ বর। পুলিশ তদন্তে উঠে আসে, কলকাতা পুলিশে ওই নামে কোনও ব্যক্তিই নেই।