পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

2 লাখ টাকার জালনোটসহ কলকাতায় ধৃত ব্যক্তি

গতরাতে বাবুঘাট বাসস্ট্যান্ডের সামনে থেকে প্রায় 2 লাখ টাকার জালনোটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF) ৷

ধৃত ব্যক্তি

By

Published : Aug 18, 2019, 5:24 PM IST

কলকাতা, 18 অগাস্ট : প্রায় 2 লাখ টাকার জালনোটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF) ৷ ধৃতের নাম ইউসুফ শেখ ৷ বাড়ি মালদায় ৷ গতরাতে বাবুঘাট বাসস্ট্যান্ডের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে STF ৷

বাংলাদেশ থেকে ভারতে জালনোট পাচারের রেড করিডর মালদা । BSF-র নজর এড়িয়ে মালদা সীমান্ত দিয়েই এদেশে ঢুকছে জালনোট । গোয়েন্দাদের বক্তব্য তেমনই । তারপর তা নিয়ে আসা হয় কলকাতায় । কখনও আবার ফরাক্কা কিংবা রামপুরহাট থেকে পাঠিয়ে দেওয়া হচ্ছে পড়শি রাজ্য ঝাড়খণ্ডে । কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে, জালনোট কলকাতায় এনে ওই চক্রের নির্দিষ্ট ব্যক্তির হাতে তুলে দেওয়া হচ্ছে । তারপর তা ছড়িয়ে পড়ছে দেশের সর্বত্র । পুলিশের বক্তব্য, এমনই এক পাচারকারী হল ইউসুফ শেখ । বাড়ি মালদার বৈষ্ণবনগরে । নির্দিষ্ট সূত্রে খবরের ভিত্তিতে গতরাতে তাকে বাবুঘাট বাসস্ট্যান্ডের সামনে থেকে আটক করে পুলিশ । তার ব্যাগ থেকে পাওয়া যায় 1 লাখ 92 হাজার টাকার জালনোট । সবগুলি 2 হাজার টাকার জালনোট ৷ তারপরই তাকে গ্রেপ্তার করা হয় ।

ধৃতকে আজ ব্যাঙ্কশাল আদালতে তোলা হয় । ধৃতকে নিজেদের হেপাজতে নিতে চায় পুলিশ । তাকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রে কারা জড়িত তা জানার চেষ্টা চলছে । কার হাতে ওই জালনোট তুলে দেওয়া হত, তাও জানার চেষ্টা করছেন কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা ।

ABOUT THE AUTHOR

...view details