পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মুখ্যমন্ত্রীর তহবিলে 6 মাসের পেনশন দান ভিত্তিহীন খবর : বুদ্ধদেব ভট্টাচার্য - Fake news ignore,said Budhadeb

কোরোনা ত্রাণ তহবিলে ছয় মাসের পেনশন দান করার খবরটি যে সম্পূর্ণ ভিত্তিহীন ,তা স্পষ্ট করে জানিয়ে দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ৷

Budhadeb Bhattacharjee
বুদ্ধদেব ভট্টাচার্য

By

Published : Apr 4, 2020, 10:59 PM IST

কলকাতা , 4 এপ্রিল : সোশাল মিডিয়ায় কয়েকদিন ধরে একটি খবর ছড়িয়েছে ৷ দেখা যাচ্ছে , প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য কোরোনা ত্রাণ তহবিলে তাঁর ছয় মাসের পেনশন দান করেছেন । পাম অ্যাভিনিউয়ের ছোটো ফ্ল্যাটে নির্জনে যিনি রয়েছেন , তাঁর কানেও পৌঁছেছে এই বিভ্রান্তিকর খবর । ঘনিষ্ঠদের তিনি জানিয়েছেন , বিষয়টি উপেক্ষা করার জন্য ।

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলেন , "ভিত্তিহীন খবরকে উপেক্ষা করা উচিত । অবসরপ্রাপ্তদের পেনশন হয় প্রতি মাসে । একসঙ্গে ছয় মাসের পেনশন দেশের কোনও অবসরপ্রাপ্ত মানুষ পান না । সমগ্র বিষয়টি সরকারি নিয়ম বহির্ভূত ।" কোরোনা আতঙ্কে সারা বিশ্ব ৷ এই পরিস্থিতিতে এমন ভুয়ো খবর কেন , তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই । প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য CPI(M) এর সর্বক্ষণের কর্মী । প্রাক্তন মুখ্যমন্ত্রীর অবসর ভাতা দলীয় কার্যালয় আলিমুদ্দিন স্ট্রিটের মুজাফফর আহমেদ ভবনে প্রথমে যায় । সেখান থেকে দলের তহবিলে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা হয় । এরপর বাকি অর্থ যায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে ।

একেবারেই সাদামাটা জীবন যাপন করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য । পরিবারের বাকিরাও সহজ সরল জীবন যাপনে অভ্যস্ত । তাঁর ভাতা মূলত দলীয় দপ্তর থেকে তাঁর বাড়িতে পৌঁছে দেওয়া হয় । এই মুহূর্তে ত্রাণ তহবিলে অর্থ দেওয়ার পরিকল্পনা নেই তাঁর, সে বিষয়টি স্পষ্ট । কিছু সংবাদমাধ্যমের তাঁকে নিয়ে অহেতুক, ভিত্তিহীন উৎসাহকে গুরুত্ব দিতে নারাজ প্রাক্তন মুখ্যমন্ত্রী । গুরুত্ব দিতে চাননি সোশাল মিডিয়ায় ঘুরে বেড়ানো ভুয়ো খবরটিকেও ৷

ABOUT THE AUTHOR

...view details