কলকাতা, 25 জুন : করোনার ভুয়ো টিকাকরণ কাণ্ডে এবার তালতলার রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির নিচ থেকে সরিয়ে দেওয়া হল নামের ফলক ৷ 26 ফেব্রুয়ারি তালতলার একটি লাইব্রেরিতে ভুয়ো আইএএস ও কলকাতা পৌরনিগমের যুগ্ম কমিশনার পরিচয় দিয়ে কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম, অতীন ঘোষ, দেবাশিস কুমার, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নামের সঙ্গে দেবাঞ্জন দেব নিজের নামের একটি ফলক বসায় ।
কসবায় ভুয়ো টিকাকরণ কাণ্ডের পর বিষয়টি নজরে আসে । সেই নিয়ে শুরু হয় নতুন বিতর্ক । এরপর আজ কলকাতা পৌরনিগম রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি বসানো ফলকটি ভেঙে ফেলে ।
এলাকার স্থানীয় কাউন্সিলর তথা কো-অর্ডিনেটর ইন্দ্রাণী সাহা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ঘটনাটি আগে নজরে আসেনি । ঘটনাটা নজরে আসার পরেই কলকাতা পৌরনিগম সিদ্ধান্ত নেয় ফলকটি ভেঙে ফেলা হবে । যেদিন এই ফলকটি বসানো হয়েছিল, সেদিন ফলকে যাঁদের নাম আছে তাঁরা কেউ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না ।